পঞ্জাবে ক্ষমতায় এলেই তিনটি বড় কাজ করবে আম আদমি পার্টি (আপ)। জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। কী সেই তিনটি বড় কাজ? কেজরিওয়ালের কথায়, ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মকুব। বিদ্যুতের পুরানো বিল মকুব। ২৪ ঘন্টা বিনামূল্যে বিদ্যুৎ। মঙ্গলবার চন্ডীগড়ে যান কেজরিওয়াল, সেখানে সাংবাদিক সম্মেলন করে কেজরিওয়াল বলেছেন, “২০১৩ সালে দিল্লিতে সর্বপ্রথম আমরা যখন নির্বাচনে লড়েছিলাম, তখন বিদ্যুতের অবাস্তব বিল পেতেন মানুষজন। পঞ্জাবের মতোই তৎকালীন দিল্লি সরকারও বিদ্যুৎ সংস্থাগুলির সঙ্গে সমঝোতা করেছিল। বর্তমানে দিল্লিতে অনেক কম হারে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। পঞ্জাবেও এমনটা করতে হবে আমাদের।”
কেজরিওয়ালের কথায়, “আমরা এখানে তিনটি বড় কাজ করব। প্রথমত, প্রতিটি পরিবারকে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করব। দ্বিতীয়ত, সমস্ত বিলম্বিত গার্হস্থ্য বিদ্যুতের বিল মকুব করা হবে ও কানেকশন পুনরুদ্ধার করা হবে। তৃতীয়ত, ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে।” কেজরিওয়াল বলেছেন, “দিল্লিতে ৭৩ শতাংশ মানুষের বিদ্যুতের বিল শুন্য আসে, পঞ্জাবেও ৭০-৮০ শতাংশ মানুষের বিল শুন্য আসবে। ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে, কিন্তু বিদ্যুতের বিল আসবে না।”
2021-06-29