একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই হিংসার ভয়ে ঘরছাড়া বিজেপি কর্মীরা। গত সোমবার ঘরছাড়া কর্মীরা জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাঁদের আসতে বাধা দেওয়া হয়। এই ঘটনা জানতে পেরেই পুলিশ আধিকারিকদের ধমক দিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য।
এদিন পূর্ব বর্ধমান সহ আরও ৩ জেলার ঘরছাড়া বিজেপি কর্মী, সমর্থকরা হাজির হয়েছিলেন বর্ধমানের সার্কিট হাউসে। সেখানে তাঁরা জাতীয় মহিলা কমিশনের সদস্যদের অভিযোগ জানাতে এসে পুলিশের বাধার মুখে পড়েন। সেই খবর জানতে পেরেই ক্ষুব্ধ হন জাতীয় মহিলা কমিশনের সদস্য আর বি এল দেশাই। তিনি সঙ্গে সঙ্গেই চলে আসেন সার্কিট হাউসের গেটে, সেখানে দাঁড়িয়ে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিং রায়, ডিএসপি হেড কোয়ার্টার শৌভিক পাত্র, এসডিপিও আনিমুল ইসলাম খান ও বর্ধমান থানার আই সি পিন্টু সাহা। ধমক দিয়ে পুলিশের কাছ থেকে তিনি জানতে চান, যাঁরা কমিশনের কাছে নালিশ জানাতে আসছেন, তাঁদের কেন বাধা দেওয়া হচ্ছে?
কমিশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ঘরছাড়া বিজেপি কর্মীরা এলে তাঁদের ছবি তোলা হচ্ছে এবং তাঁদের নাম–ঠিকানা নেওয়া হচ্ছে। কিন্তু এসব কিছু করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।
এদিন বিজেপি কর্মীরা অভিযোগ জানিয়ে বলেন, “ভোটের ফল ঘোষণার পর থেকে শাসকদলের অত্যাচারে ও সন্ত্রাসে আমরা ঘরছাড়া। কোথাও কোথাও আবার বিজেপি কর্মীদের খুনের হুমকিও দেওয়া হয়েছে। ঘরছাড়াদের ঘরে ফিরতে হলে মোটা টাকা জরিমানা দিতে হচ্ছে।”