এবার বিজেপিতে ‘শিক্ষকে’ র ভূমিকায় শুভেন্দু অধিকারী। নবাগত বিধায়কদের ‘ক্লাস’ নেবেন তিনি। বিধানসভায় অধিবেশন চলাকালীন কী কী করতে হবে, কোন কোন বিষয়ে জোর দিতে হবে, কার কী দায়িত্ব, সেই পাঠ পড়াবেন বিরোধী দলনেতা। জানা গেছে, আগামী ৩ জুলাই হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে নতুন বিধায়কদের সঙ্গে কথা বলবেন শুভেন্দু।
পরিষদীয় নেতারা এই ধরনের বৈঠক করেন বিধানসভায়। প্রায় বেনজির ভাবেই শুভেন্দু এই বৈঠকটি করবেন হেস্টিংসে। কেন এই সিদ্ধান্ত বিরোধী দলনেতার? রাজনৈতিক মহলের মত, বিধানসভায় অবিশ্বাসের বাতাবরণ রয়েছে, সেই কারণেই বিধানসভার বদলে এই বৈঠকটি হেস্টিংসের দলীয় কার্যালয়ে সরিয়ে নিয়ে গেলেন শুভেন্দু।
এই বিষয়ে বিজেপি নেতা মনোজ টিগ্গার দাবি, ‘পরিষদীয় দলের আলোচনায় রাজনৈতিক কিছু বিষয় রয়েছে। যা খোলাখুলি বিধানসভায় করা সম্ভব নয়। তাই আলোচনার জন্য বৈঠক হেস্টিংসে সরিয়ে নিয়ে যাওয়া হল’।
প্রসঙ্গত, ২ জুলাই থেকে তৃতীয় মমতা সরকারের প্রথম অধিবেশন শুরু হচ্ছে বিধানসভায়। তার আগে সোমবার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধানসভায় উপস্থিত থাকলেও সেই বৈঠকে যোগ দেননি শুভেন্দু। বিএ কমিটির মিটিংয়েও তিনি ছিলেন না। এই নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।