ওয়ান নেশন ওয়ান রেশন’ ব্যবস্থা ৩১ জুলাইয়ের মধ্যেই কার্যকরী করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পরিযায়ী শ্রমিকদের স্বার্থে আরওই দ্রুত কার্যকরী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানা গেছে। সুপ্রিম কোর্ট এই ব্যবস্থা কার্যকরী করার নির্দেশ সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকেই দিয়েছে। এও বলা হয়েছে যে, এই ব্যবস্থার অধীনে অসংগঠিত ক্ষেত্রের সমস্ত পরিযায়ী শ্রমিকদের তালিকাভুক্ত করে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট এও ঘোষণা করে যে, করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের যাতে অসুবিধা না হয়, সেই জন্য কমিউনিটি কিচেন চালু করতে হবে। উল্লেখ্য, এই কিচেনগুলিকে মহামারী শেষ না হওয়া পর্যন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিকায়ী শ্রমিকদের অতিরিক্ত রেশন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। তা ছাড়াও, বিশেষ স্কীম তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য, যাতে তাঁরা শুকনো খাদ্যদ্রব্য বিনামূল্যে পেতে পারে।
এদিকে, মোদী সরকারের তরফে করোনা প্রভাবিত অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিশেষ কিছু আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এরকম প্রায় ৮টি আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। এর মধ্যে কোভিড বিধ্বস্ত খাতগুলির অধীনে অর্থমন্ত্রী কর্তৃক ঘোষিত ১.১ লক্ষ কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি স্কীম অন্যতম।
2021-06-29