রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভা বৈঠক আগামী ৮, ৯ ও ১০ মার্চ গোয়ালিয়র স্থিত কেদারধামে অনুষ্ঠিত হবে।
এই বৈঠকে দেশের বর্তমান সামাজিক , ধার্মিক ও রাজনৈতিক পরিদৃশ্যের চিন্তন মনন করা হবে এবং কয়েকটি প্রস্তাব নেওয়া হবে।
বৈঠকে দেশের বিভিন্ন স্থান থেকে চৌদ্দশ প্রতিনিধি ও কার্যকর্তা আসবেন। সঙ্ঘের সাংগঠনিক এগার ক্ষেত্র এবং তেতাল্লিশ প্রান্ত কার্যকারিণী,চয়নিত প্রতিনিধি, বিভাগ প্রচারক ও আনুসঙ্গিক সংগঠনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় প্রতিনিধি উপস্থিত থাকবেন।
এই বৈঠক প্রতি বছর বর্ষ প্রতিপদার (ভারতীয় নববর্ষ) আগে আয়োজন করা হয়।সঙ্ঘের সাংগঠনিক সর্বোচ্চ নির্ণয় নেবার জন্য এই বৈঠকে কার্য বিস্তার ,গত বছরের কার্যের বিবরণ,সঙ্ঘের প্রশিক্ষণ ও কার্যের দৃষ্টি-কোণ এর চর্চা করা হবে।
পূজ্য সরসঙ্ঘচালক মাননীয় মোহন ভাগবত এবং সর কার্যবাহ মাননীয় ভাইয়াজি জোশি মাধ্যমে ৮ মার্চ সকাল সাড়ে আটটায় উদ্বোধন হবে ।
জঙ্গী হামলা ঘটনা ,সেনার দ্বারা এয়ারস্ট্রাইক,রাম মন্দির ,আগামী লোকসভা নির্বাচন নিয়ে প্রশ্নের উত্তরে শ্রী অরুনকুমার জানান বৈঠকে সম্পূর্ণ সময় সর কার্যবাহ এই বিষয়ে আলোচনা করে বিস্তারিত পর্যালোচনা করবেন।
2019-03-07