জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার হরিপরিগাম গ্রামে জঙ্গিদের গুলিতে পুলিশ অফিসার, তাঁর স্ত্রী ও মেয়ের মৃত্যুতে দুঃখপ্রকাশ করলেন কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার। কাশ্মীরের আইজিপি জানিয়েছেন, এই হামলার নেপথ্যে সম্ভবত জৈইশ-ই-মহম্মদ জঙ্গিদের হাত রয়েছে। একইসঙ্গে সন্ত্রাসীদের হুঁশিয়ারি দিয়ে বিজয় কুমার বলেছেন, “সন্ত্রাসীদের চিহ্নিত করে শীঘ্রই নিকেশ করা হবে।”
রবিবার রাত ১০.৩০ থেকে এগারোটার মধ্যে অবন্তীপোরার হরিপরিগাম গ্রামে স্পেশাল পুলিশ অফিসার ফায়াজ আহমেদের বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। স্ত্রী ও মেয়ে বাঁচাতে এলে তাঁদেরও জঙ্গিরা গুলি করে। সেই গুলিতেই গুরুতর জখম হন ফায়াজ, তাঁর স্ত্রী রাজা বেগম ও মেয়ে রাফিয়া। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় ফায়াজ এবং তাঁর স্ত্রীর। তাঁদের মেয়ে রাফিয়াও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। সোমবার ফায়াজ আহমেদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন আইজিপি কাশ্মীর বিজয় কুমার। সন্ত্রাসীদের শীঘ্রই নিকেশ করা হবে বলেও আশ্বস্ত করেছেন আইজিপি।আইজিপি কাশ্মীর বিজয় কুমার এদিন জানিয়েছেন, “সন্ত্রাস-দমন অভিযানে সর্বদা কাজ করে চলেছে জম্মু-কাশ্মীর পুলিশ। রবিবার রাতে, সম্ভবত দু’জন বিদেশী জঙ্গি আমাদের এসপিও-কে লক্ষ্য করে গুলি চালায়, তাঁর স্ত্রী ও মেয়ে বাঁচাতে এলে তাঁদেরও জঙ্গিরা গুলি করে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়। আমরা ব্যথিত। সন্ত্রাসীদের চিহ্নিত করে শীঘ্রই নিকেশ করা হবে। ওই এলাকায় জৈইশ-ই-মহম্মদ জঙ্গিদের গতিবিধি রয়েছে, এই হামলার নেপথ্যে সম্ভবত জৈইশ জঙ্গিদের হাত রয়েছে।”
2021-06-28