দুষ্কৃতী সংঘর্ষ থামাতে গিয়ে গুলি পুলিশকে লক্ষ্য করেই! খাস কলকাতায় রবিবার গভীর রাতে ঘটেছে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, ইকবালপুরের এই কাণ্ডে আহত হয়েছেন সঞ্জয় পাণ্ডা নামের এক পুলিশকর্মী। চার জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকেরা তদন্তে নেমেছেন। অভিযুক্তদের থেকে উদ্ধার করা হয়েছে ৭ এমএম পিস্তল। ধৃতদের জেরা করা হচ্ছে।
জানা গেছে, রবিবার রাত ২টো নাগাদ দুই স্থানীয় দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় ইকবালপুরের ৯০ নম্বর সুধীর বোস রোডে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একদিকে ছিল দুষ্কৃতী ইমরানের দল আর অন্যদিকে ইডলি ভিকির লোকজন। দুপক্ষই বহু দিন ধরে এলাকায় উৎপাত করছে।
গতকাল রাতে প্রথমে লাঠি মেরে, ইট ছোড়াছুড়ি করে সংঘর্ষের সূত্রপাত হয় দুপক্ষের মধ্যে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় ইকবালপুর থানার পুলিশ। কিন্তু সংঘর্ষের মাঝে পড়ে গুলি এসে লাগে পুলিশকর্মীর গায়ে। অভিযোগ, সঞ্জয় পাণ্ডা নামের ওই পুলিশকর্মীকে লক্ষ্য করেই গুলি চালানো হয়। যদিও গুলিটি সরাসরি তাঁর গায়ে লাগেনি, ফলে বড় বিপদ ঘটেনি তাঁর। কিন্তু দুই দলের সংঘর্ষের মাঝে পড়ে আহত হয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, তনভীর আলম, মহম্মদ ইমরান, মহম্মদ জাহির ও ফরিদ আলম নামের চার গুন্ডাকে গ্রেফতার করা হয়েছে ঘটনায়। উদ্ধার হয়েছে পিস্তল। এছাড়াও এফআইআরে আরও বেশ কয়েকজনের নাম রয়েছে, তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। সকাল থেকে এলাকায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।