বরানগরের লাহিড়ী বাড়ির রথ উৎসব এবারে ৪৫ বছরে পড়ল। বাড়ির রথ টানা শুরু করেন বামনদাস লাহিড়ী। এই রথ উৎসবে এলাকার মানুষের ভিড় চোখে পড়ার মতো। এই রথ উপলক্ষে সোজা রথ থেকে উল্টো রথ, মাঝের নয় দিন জাঁকজমক করে বিরাট সামাজিক অনুষ্ঠান হয় লাহিড়ী বাড়িতে। রথের দিন লাহিড়ী বাড়ির সামনেই দেখা যায় প্রচুর পাঁপড়ের দোকান। এই রথের মূল আকর্ষণ হল পুজোর পদ্ধতি।
সোজা থেকে উল্টো রথ, রোজ ছয় সাত রকমের ভোগ দেওয়া হয়।রথ টানা শেষ হলে ভোগ বিতরণ হয়। লাহিড়ী বাড়ির রথ টানতে দূর দূরান্ত থেকে লোকজন আসেন। রথ বের করা হয় ঘড়ি ধরে ঠিক বিকেল ৫ টায়। বেশ কিছুটা দূরেই মাসির বাড়ি! ৯ দিন ওখানেই থাকে জগন্নাথ বলরাম সুভদ্রা। বামনদাস রাহিড়ী পরলোকগমন করলে বেশ কয়েক বছর রথ উৎসব বন্ধ ছিল লাহিড়ী বাড়িতে। যদিও কয়েক বছর বন্ধ থাকার পর পুনরায় রথ উৎসব চালু করেন লাহিড়ী বাড়ির উত্তরাধিকার ভার্গভ লাহিড়ী।