“পিছনে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই নেই।” রাজ্যসভায় দাঁড়িয়ে বিরোধীদের উদ্দেশে এই বার্তা দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বুধবার রাজ্যসভায় নির্বাচনী সংস্কার সংক্রান্ত আলোচনায় ইভিএম ছেড়ে ব্যালটে ফেরার দাবি তোলেন বিরোধীরা।
বিরোধীদের অভিযোগ, ইভিএমে কারচুপি করে লোকসভা ভোটে জিতেছে বিজেপি। কংগ্রেস নেতা কপিল সিব্বলের অভিযোগ, “প্রার্থীর নাম ও চিহ্ন ইভিএমে বসায় তৃতীয় কোনো সংস্থা। ফলে নির্বাচন কমিশনকে এড়িয়ে সেখানে কারচুপি সম্ভব।”
এর প্রত্যুত্তরে রবিশঙ্কর প্রসাদ বলেন, “১৯৯৯ সালের পর থেকে ইভিএম ব্যবহার শুরু হয়েছে। তারপর মনমোহন সিংহ দু’বার প্রধানমন্ত্রী হয়েছেন। বিধানসভায় জিতেছেন অখিলেশ, মায়াবতী, মমতারা। এমনকি লোকসভার আগে রাজস্থান ও মধ্যপ্রদেশে কংগ্রেস জিতেছে। শুধু বিজেপি জিতলে ইভিএম এর ঘাড়ে দোষ পড়ে।”
পাশাপাশি এদিন রাজ্যসভায় ওঠে ‘এক দেশ, এক ভোট’ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে বলে আসছেন দেশে আলাদা নির্বাচন হলে অনেক সময় ও অর্থ ব্যয় হয়। এর ফলে দেশের উন্নয়ন ব্যাহত হয়। তাই দেশে লোকসভা ও বিধানসভার ভোট একসঙ্গে করার। এপ্রসঙ্গে সিব্বল বলেন, মার্কিন রাজনৈতিক ব্যবস্থা দু’দলীয় হলেও সেখানে বছরভর নির্বাচন হয়। কিন্তু তা বলে উন্নয়নের প্রশ্নে তারা পিছিয়ে নেই।
রবিশঙ্করের পাল্টা যুক্তি, স্বাধীনতার পর থেকে একই সঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট হত। কিন্তু কংগ্রেস অনৈতিকভাবে বহু রাজ্যে বিধানসভা ভেঙে দেয়ার ফলে আজ এই অবস্থা।