দলীয় কর্মীদের চাঙ্গা করে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে তাদের ভার্চুয়ালি প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন শুভেন্দু অধিকারী। প্রথমদিন উত্তরবঙ্গ থেকে এই প্রশিক্ষণের কাজ শুরু করলেন। আজ মালদা জেলার বিজেপি কর্মীদের সঙ্গে আলোচনা করেন তিনি। কলকাতায় বিজেপির নির্বাচনী কার্যালয় হেস্টিংসে বসে কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেন শুভেন্দু।
প্রসঙ্গত, নির্বাচনে রাজ্যে খারাপ ফল হতেই দলীয় কর্মীদের মধ্যে বিজেপি ছাড়ার হিড়িক পড়েছে। মুকুল রায় দলত্যাগ করার পর বহু নেতাকর্মী দল ছাড়ছেন। বহু জায়গায় দলের কর্মীরা এখনও ঘরে ফিরতে পারেনি বলে অভিযোগ রাজ্য বিজেপির। আর এই পরিস্থিতিতে দলকে রাস্তায় নামাতে হলে দলীয় কর্মীদের চাঙ্গা করতে হবে। তার জন্য শুভেন্দু অধিকারীর উপরেই আস্থা রাখল রাজ্য বিজেপি। কিভাবে দলের কর্মীরা চাঙ্গা হবেন। রাজ্য সরকারের বিরুদ্ধে কোন কোন ইস্যু নিয়ে রাস্তায় নামবে দল তা এদিন মালদা জেলার কর্মীদের বোঝালেন রাজ্যের বিরোধী দলনেতা। এনডিএ সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে এদিন জেলার কর্মীদের ক্লাস নিলেন শুভেন্দু অধিকারী। সাত বছরে মোদী সরকারের সাফল্যগুলি বিজেপি কর্মীদের কাছে তুলে ধরেন তিনি। মোদী সরকারের সাফল্যগুলি মানুষের কাছে তুলে ধরার জন্য আহ্বান জানান রাজ্যের বিরোধী দলনেতা।