রেজিস্ট্রি করা সত্ত্বেও সামাজিক বিয়ে করতে
নারাজ।প্রাণনাশের হুমকি যুবতীকে।এমনই অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার অশোকনগরের।
পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক
ছিল তাদের। দেড় বছর আগে রেজিস্ট্রি
করে। সম্প্রতি সামাজিক বিয়ে
করতে রাজি হচ্ছিলেন না অশোকনগর
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেবীনগরের
বাসিন্দা পাপন সরকার।পেশায় আইনজীবী তবে সে এলাকায় তৃণমূল নেতা নামেও পরিচিত।বিয়ের কথা বললে যুবতীকে প্রাণনাশের হুমকি দেওয়া
হচ্ছে বলে অভিযোগ। যুবতীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করে উত্তর ২৪ পরগনার অশোকনগর
থানার পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে মেয়েটি
পাপনের বাড়িতে চলে আসে।সেই সময় পাপন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা
করে। স্থানীয়রা তাকে ধরে ফেলে।যা নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়।পরবর্তীতে মেয়েটি পাপনের নামে প্রতারণা ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ দায়ের
করে অশোক নগর থানায়। স্থানীয়দের অভিযোগ পাপন, এর আগেও এলাকার মহিলাদের উত্ত্যক্ত করত। পাপনকে এলাকাছাড়া করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।