পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সংসদে অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ থেকে ‘বাংলা’ করার যে প্রস্তাব দিয়েছিলেন, তা বাতিল করা হল।
নাম পরিবর্তন না করার কারণ হিসেবে তিনি বলেন, “এই নাম পরিবর্তন করতে হলে সংবিধান সংশোধন করে বিল পাশ করতে হবে। বিল পাশ হয়নি। তাই নাম পরিবর্তন করা যাবে না।” যা বেজায় অখুশি তৃণমূল। তাঁরা প্রশ্ন তুলেছেন, সংসদে কোনো আলোচনা ছাড়াই এক তরফা ভাবে রাজ্যের দাবিটিকে এড়িয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই নিয়ে আন্দোলন করবেন বলেও জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের জুলাইতে পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ থেকে ‘বাংলা’ করার প্রস্তাব পাশ হয়। বলা হয়, বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষাতেই পশ্চিমবঙ্গের নাম হবে’ বাংলা’। সেই সময় ওই প্রস্তাব গ্রহণ করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
জুলাইতে রাজ্যের নাম পরিবর্তন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রককে বলেছিলাম একটি রাজ্যের তিনটি ভিন্ন নাম হতে পারে না। তাই যেকোনো একটি নাম ধার্য করা হোক। তারপর আমরা বাংলা নাম ঠিক করে তা বিধানসভায় প্রস্তাবটি পাশ করি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নাম বাংলা করার পক্ষেই দাবি জানিয়ে এসেছিলেন। তাঁর মতে, সর্বভারতীয় স্তরে কোনো প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ সবার শেষে সুযোগ পায়। এটা বাঙালির জন্য বঞ্চনা।