এবার মধ্যপ্রদেশেও ধরা পড়ল করোনার ডেল্টা প্লাসের সংক্রমণ। মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী প্রভুরাম চৌধুরী জানিয়েছেন, রাজ্যে ৫ জনের দেহে করোনার ডেল্টা প্লাসের সংক্রমণ ধরা পড়েছে। করোনার ডেল্টা প্রজাতির কারণেই দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। হু হু করে বেড়েছে সংক্রমণ। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুও। সেই পরিস্থিতি সামলে উঠতে না উঠতেই ডেল্টা প্রজাতি রূপ পরিবর্তন করে ডেল্টা প্লাসে পরিণত হয়েছে। ফলে চিন্তা আরও বাড়ছে।
মঙ্গলবার মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী প্রভুরাম চৌধুরী জানিয়েছেন, রাজ্যে ৫ জনের দেহে করোনার ডেল্টা প্লাসের সংক্রমণ ধরা পড়েছে। পাঁচজনের মধ্যে ৪ জন টিকা নিয়েছেন এবং তাঁরা সুস্থ আছেন। একজনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই মহারাষ্ট্রে ধরা পড়েছে করোনার ডেল্টা প্লাসের সংক্রমণ। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, ২১ জনের দেহে এই সংক্রমণ ধরা পড়েছে। মহারাষ্ট্রের পর এবার মধ্যপ্রদেশেও ধরা পড়ল করোনার ডেল্টা প্লাসের সংক্রমণ।
2021-06-22