দাম তো কমছেই না, বরং লাগাতার চড়ছে পেট্রোল ও ডিজেলের মূল্য। মঙ্গলবার আরও দামি হল দুই জ্বালানি তেল। মুম্বইয়ে অনেক আগেই ১০০ ছাড়িয়েছে পেট্রোলের দাম, এবার দিল্লি, কলকাতা ও চেন্নাইতেও ১০০ ছুতে চলেছে পেট্রোল। পিছিয়ে নেই ডিজেলের দামও। পেট্রোল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধিতে মাথায় হাত দেশের সাধারণ মানুষের।
রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৭.৫০ টাকা এবং ডিজেল ৮৮.২৩ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম, যথাক্রমে-৯৭.৩৮ টাকা প্রতিলিটার পেট্রোল এবং ৯১.০৮ টাকা প্রতিলিটার ডিজেল। মুম্বইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০৩.৬৩ টাকা এবং ডিজেল ৯৫.৭২ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের বর্ধিত দাম ৯৮.৬৫ টাকা এবং ডিজেল ৯২.৮৩ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের বর্ধিত দাম ১০০.৭৬ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৩.৫৪ টাকা।
2021-06-22