করোনা কালে সামনে থেকে লড়াই করছেন চিকিৎসকরা। কিন্তু সময় বিশেষে রোগীর পরিবারের রাগ গিয়ে পড়ছে তাঁদের উপরেই। এই পরিস্থিতি রুখতে চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের উপর হামলার ঘটনায় সংশোধিত মহামারি আইনে পদক্ষেপ করার নির্দেশ দিল কেন্দ্র।
এই মর্মে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। তিনি লিখেছেন, ‘চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঘটনা তাঁদের মনে আঘাত ও নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে। এর প্রভাব গোটা স্বাস্থ্য ব্যবস্থার উপরই পড়তে পারে। এমন ঘটনা সামনে এলেই হামলাকারীদের উপর এফআইআর দায়ের করতে হবে। পদক্ষেপ করতে হবে অত্যন্ত দ্রুত। প্রয়োজনে সংশোধিত মহামারি আইন ২০২০ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’
সম্প্রতি অসম সহ একাধিক রাজ্যে চিকিৎসক নিগ্রহের ঘটনা সামনে এসেছে। এবার থেকে এই ধরণের ঘটনা ঘটলে এফআইআর দায়ের ও ফার্স্ট ট্রাকে মামলার শুনানি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও মহামারি আইন ২০২০-র অধীনে কড়া আইনি পদক্ষেপও করা হবে। এই আইন অনুযায়ী, যদি কোনও ব্যক্তি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মারধরের ঘটনায় জড়িত প্রমাণিত হন, তবে পাঁচ বছর অবধি সাজা ও দুই লক্ষ টাকা অবধি জরিমানা হতে পারে। যদি বড় কোনও ক্ষতি হয়, সেক্ষেত্রে সাত বছর অবধি সাজা ও ৫ লক্ষ টাকার জরিমানা হতে পারে।