গত ৮১ দিনে সর্বনিম্ন আক্রান্ত হল দেশে। পাশাপাশি কমল মৃত্যুর সংখ্যাও। গত কয়েকদিনের মতো এদিনও আশা জাগিয়ে বেড়েছে সুস্থতার হার।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) তথ্য অনুযায়ী, রবিরের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৪১৯ জন। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৬০ হাজার ৭৫৩ জন। গতকালের চেয়ে এদিন আক্রান্তের সংখ্যা কমেছে। গত ৮১ দিনে এটি সর্বনিম্ন সংক্রমণ। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭৬ জনের। শনিবারের রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা ছিল ১ হাজার ৬৪৭ জনের। শনিবারের চেয়ে মৃত্যুর সংখ্যা রবিবার অল্প হলেও কমেছে। রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮৭ হাজার ৬১৯ জন।
শনিবার সুস্থতার সংখ্য়া ছিল ৯৭ হাজার ৭৪৩ জন। দৈনিক সংক্রমণের চেয়ে এদিনও সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৮ লক্ষ ৮১ হাজার ৯৬৫ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ৮৭ লক্ষ ৬৬ হাজার ৯ জন। দেশে করোনায় মোট মৃত্যুর সখ্যা ৩ লক্ষ ৮৬ হাজার ৭১৩ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ২৯ হাজার ২৪৩ জন। শনিবারের থেকে এই সংখ্য়াও কমেছে। শনিবার সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৬০ হাজার ১০ জন। এখনও পর্যন্ত ২৭ কোটি ৬৬ লক্ষ ৯৩ হাজার ৫৭২ জনকে টিকা দেওয়া সম্ভব হয়েছে।
পরিসংখ্যানই বলেছে করোনা দ্বিতীয় ঢেউ এখন শেষের পথে। কিন্তু তৃতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে। ভারতে যে করোনার তৃতীয় ঢেউ (COVID-19 third wave) অনিবার্য, তা আগে থেকেই সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এবার আর এক আশঙ্কার কথা শোনালেন এইমস চিফ রণদীপ গুলেরিয়া (AIIMS chief Dr Randeep Guleria)। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী ছয়-আট সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউ দেশে আঘাত হানতে পারে। বর্তমানে দেশের প্রায় সর্বত্র লকডাউনের বিধিনিষেধ আরোপিত রয়েছে। এগুলি তুলে নেওয়া হলেই ফের চোখ রাঙাতে পারে করোনা।