দেশে করোনা (COVID-19) পরিস্থিতি ক্রমশ নিম্নমুখী। যেখানে দৈনিক সংক্রমণের হার ছাপিয়েছিল ৪ লক্ষের গণ্ডি, সেখানে বর্তমানে তা নেমে এসেছে ১ লক্ষের অনেক নিচে। গত কয়েকদিন ধরেই ৬০ হাজারের আশপাশেই ঘোরাফেরা করছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) তথ্য অনুযায়ী, শনিবারের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৪৮০ জন। আক্রান্তের পাশাপাশি দেশে মৃত্যুর সংখ্যাও নিম্নমুখী। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৪৭ জনের। শুক্রবারের রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা ছিল ১ হাজার ৫৮৭ জন। অর্থাৎ শুক্রবারের চেয়ে মৃত্যুর সংখ্যা শনিবার অল্প হলেও বেড়েছে। শনিবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৯৭ হাজার ৭৪৩ জন। দৈনিক সংক্রমণের চেয়ে এই সংখ্যা অনেকটাই বেশি। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৮ লক্ষ ২৩ হাজার ৫৪৬ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ৮৬ লক্ষ ৭৮ হাজার ৩৯০ জন। দেশে করোনায় মোট মৃত্যুর সখ্যা ৩ লক্ষ ৮৫ হাজার ১৩৭ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ৬০ হাজার ১০ জন। এখনও পর্যন্ত ২৭ কোটি ২৩ লক্ষ ৮৮ হাজার ৭৮৩ জনকে টিকা দেওয়া সম্ভব হয়েছে।
পরিসংখ্যানই বলেছে করোনা দ্বিতীয় ঢেউ এখন শেষের পথে। কিন্তু তৃতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে। ভারতে যে করোনার তৃতীয় ঢেউ (COVID-19 third wave) অনিবার্য, তা আগে থেকেই সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এবার আর এক আশঙ্কার কথা শোনালেন এইমস চিফ রণদীপ গুলেরিয়া (AIIMS chief Dr Randeep Guleria)। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী ছয়-আট সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউ দেশে আঘাত হানতে পারে। বর্তমানে দেশের প্রায় সর্বত্র লকডাউনের বিধিনিষেধ আরোপিত রয়েছে। এগুলি তুলে নেওয়া হলেই ফের চোখ রাঙাতে পারে করোনা।