কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও, করোনা-পরবর্তী সমস্যায় ভুগছিলেন কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং। শুক্রবার রাতে চন্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মিলখা সিং। মিলখা-প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতাও শোকপ্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি : শোকবার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, “স্পোর্টিং আইকন মিলখা সিংয়ের প্রয়াণ হৃদয়কে দুঃখে ভরিয়ে তুলল। তাঁর সংগ্রাম ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা জোগাতে থাকবে।”
প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী টুইট করে শোক-বার্তায় জানিয়েছেন, ‘মিলখা সিংয়ের প্রয়াণে আমরা এক বিশাল ক্রীড়াবিদকে হারালাম, যিনি দেশের স্বপ্নকে ধরতে পেরেছিলেন। অসংখ্য ভারতীয়র হৃদয়ে বিশেষ স্থান অধিকার করেছিলেন তিনি। তাঁর ব্যক্তিত্ব তাঁকে কোটি কোটি মানুষের মনে জায়গা করে দিয়েছিল। তাঁর প্রয়াণে গভীর শোকাহত।’ আরও একটি টুইটে মোদী লেখেন, ‘কয়েক দিন আগেই মিলখা সিংয়ের সঙ্গে আমার কথা হয়েছিল। সেটাই যে শেষ কথা হবে জানতাম না। তাঁর জীবনের লড়াই থেকে শক্তি নিক অসংখ্য উঠতি ক্রীড়াবিদ। তাঁর পরিবার ও ভক্তদের আমি সমবেদনা জানাই।’
স্বরাষ্ট্রমন্ত্রী : টুইট করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি টুইটে লেখেন, ‘ভারতের কিংবদন্তি ক্রীড়াবিদ, উড়ন্ত শিখ, মিলখা সিংয়ের প্রয়াণে দেশ শোকাহত। বিশ্বের ক্রীড়াজগতে তাঁর অনেক অবদান রয়েছে। তাঁর পরিবারকে আমার সমবেদনা।’
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী : দেশের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু টুইটে লেখেন, ‘আমি প্রতিজ্ঞা করছি আমরা আপনার শেষ ইচ্ছে পূরণ করব। ভারত একজন নক্ষত্রকে হারাল। মিলখা সিং আমাদের ছেড়ে গেলেও প্রত্যেক ভারতীয়কে উদ্বুদ্ধ করবেন। তাঁর পরিবারকে আমি সমবেদনা জানাই। আত্মার শান্তি কামনা করছি।’