আরও নিম্নমুখী হল রাজ্যের করোনা গ্রাফ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩০১৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২০৩৩ জন। বাংলায় এখনও পর্যন্ত মোট করোনা মুক্ত হয়েছেন ১৪,৩৪,৯৯৪ জন। শেষ ২ সপ্তাহ ধরে ক্রমশ উন্নত হচ্ছে বাংলার করোনার ছবি।
শেষ ২৪ ঘণ্টা রাজ্যের করোনায় মৃত্যু হয়েছে ৬৪ জনের। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৭,১৮২ জনের। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ।
বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। শেষ ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন ৪৩১ জন। মৃ্ত্যু হয়েছে ১৭ জনের। তারপরেই রয়েছে কলকাতা। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩৬৬ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। রাজ্যে সবথেকে কম সংক্রমণ হয়েছে পুরুলিয়ায়। শেষ ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন মাত্র ৮ জন।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে করোনা আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ২০৮ জন। যা গতকালকের তুলনায় সামান্য বেড়েছে। গতকাল ৬২ হাজার ২২৪ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছিল। ফলে এইমুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লক্ষ ৩১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা বলি হয়েছে ২ হাজার ৩৩০ জন। দেশের দৈনিক করোনা আক্রান্তের হার অনেকদিন ধরেই নিম্নমুখী। তবে চিন্তার ভাঁজ ফেলছিল মৃত্যুর সংখ্যা।
করোনা আক্রান্তের সংখ্যা কমলেও হানা দিচ্ছে বিভিন্ন রকমের ফাঙ্গাস। করোনা কালে ব্ল্যাক (Black Fungus), হোয়াইট (White Fungus), ইয়েলো ফাঙ্গাসের (Yellow Fungus) প্রাদুর্ভাবে আতঙ্কিত ছিল সাধারণ মানুষ। এরমাঝে আতঙ্ক বাড়িয়েছে গ্রিন ফাঙ্গাস (Green Fungus)। মধ্যপ্রদেশে এক ব্যক্তির শরীরে হদিশ মিলেছে নয়া এই ফাঙ্গাসের। জানা গিয়েছে, ওই ব্যক্তি সদ্য করোনা জয় করেছেন। নাক দিয়ে রক্ত পড়া, অত্যধিক দুর্বলতা এবং ওজন কমতে থাকার মতো একাধিক উপসর্গ থাকায় তাকে মুম্বইয়ে স্থানান্তর করা হয়েছে।