প্রয়াত নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত । বুধবার শহরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় স্বাতীলেখা সেনগুপ্ত র । স্বাতীলেখা সেনগুপ্তর প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী তথা স্বাতীলেখা সেনগুপ্তর মেয়ে সোহিনী । ‘ সবার মনে থাকুক মা ‘ মায়ের প্রাণে শোক বার্তা মেয়ে সোহিনীর ।
বুধেই চিরঘুমে ডুব দিলেন সত্যজিৎ রায়ের ‘বিমলা’। ফের টলিপাড়ায় নামল আঁধার । হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কাছে হার মানলেন নাট্য ব্যক্তিত্ব তথা অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত । ২১ দিন আইসিইউতে থাকার পর এদিন মৃত্যু হয় স্বাতীলেখা সেনগুপ্তর । মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭১ । স্বাতীলেখা সেনগুপ্তর প্রয়াণে শোকস্তব্ধ মেয়ে সোহিনী । মায়ের প্রয়াণে সোহিনী সেনগুপ্ত বলেন, ‘ গোল্ড মেডেলিস্ট ছিলেন। বড় অভিনেত্রী ছিলেন । যেন সবার মনে থাকেন মা। ২৫ দিন আইসিইউতে ছিলেন। আমরা চেষ্টা করছিলাম। কিছুক্ষণ আগেই চলে গেলেন’।
উল্লেখ্য, ১৯৭০ সালে ইলাহাবাদে মঞ্চজীবন শুরু স্বাতীলেখা সেনগুপ্তর। ১৯৭৮ সালে ‘নান্দীকার’ নাট্যদলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। একাধিক ছবি থেকে নাটক সব কিছুতেই নিজের অবদান রেখে গিয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত ।
2021-06-16