ভারতে ধীরে ধীরে অনেকটাই কমে গিয়েছে করোনাভাইরাসের প্রকোপ, সংক্রমণ কমতেই বুধবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল তাজমহলের দরজা। তাজমহলে এক সময়ে ৬৫০ জনের বেশি মানুষকে অনুমতি দেওয়া হবে না। টিকিট বিক্রি হবে শুধুমাত্র অনলাইনে| তাজমহলের পাশাপাশি এদিন থেকেই খুলে দেওয়া হয়েছে অন্যান্য স্মৃতি সৌধও। ভারত সরকারের (আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া) অধীনস্থ লালকেল্লা, অজন্তা-সহ দেশের সর্বত্র অন্যান্য স্মৃতি সৌধ ও দর্শনীয় স্থান খুলে দেওয়া হয়েছে বুধবার থেকেই।
করোনার প্রকোপে গত বছরও দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল তাজমহল-সহ দেশের সমস্ত স্মৃতি সৌধ ও দর্শনীয় স্থান। মাঝে কিছু দিনের জন্য খুললেও, করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য ফের বন্ধ করে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সমস্ত স্মৃতি সৌধ ও দর্শনীয় স্থান। এই মুহূর্তে দেশে করোনার আগ্রাসন অনেকটাই কমেছে, তাই প্রায় দু’মাস পর বুধবার থেকেই খুলে দেওয়া হল তাজমহল, লালকেল্লা-সহ সমস্ত স্মৃতিসৌধ। পছন্দের দর্শনীয় স্থানগুলি খুলে গেলেও, পর্যটক ও সাধারণদের মানতে হবে সমস্ত কোভিড-বিধি।
2021-06-16