কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। এবার শ্রীনগরের উপকণ্ঠে নওগামের ওয়াগুরা এলাকায় জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে একজন সন্ত্রাসবাদী। আরও একজন জঙ্গি সম্ভবত লুকিয়ে রয়েছে। নিহত সন্ত্রাসবাদীর নাম-উজাইর আশরাফ দার। ওই জঙ্গির বাড়ি জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায়। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও দু’টি গ্রেনেড।
জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় শ্রীনগরের উপকণ্ঠে নওগামের ওয়াগুরা এলাকায় লুকিয়ে রয়েছে দু’জন জঙ্গি। জঙ্গি গতিবিধির খবর পাওয়ার পর মঙ্গলবার রাত থেকেই ওই এলাকায় চিরুনি তল্লাশি চালায় জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ। জঙ্গিদের লুকিয়ে থাকা স্থানে সুরক্ষা বাহিনী পৌঁছনো মাত্রই সন্ত্রাসীরা গুলি চালাতে থাকে। পাল্টা জবাব ফিরিয়ে দেয় বাহিনী, চারিদিক থেকে ওই এলাকা ঘিরে ফেলা হয়। সারারাত চলতে থাকে অভিযান। এরপর বুধবার সকালে জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, এনকাউন্টারে নিকেশ হয়েছে একজন জঙ্গি। কাশ্মীর পুলিশ জানিয়েছে, নিহত জঙ্গি শোপিয়ানের বাসিন্দা উজাইর আশরাফ দার। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও দু’টি গ্রেনেড।
2021-06-16