কোভিড টিকা নেওয়ার জন্য এবার থেকে আর নাম রেজিস্ট্রেশন করার দরকার হবে না। কোউইন ওয়েবসাইটে গিয়ে এতদিন আগে নাম নথিভুক্ত করাতে হত। দরকার হত নির্দিষ্ট মোবাইল নম্বরেরও। কিন্তু এই বাধ্যবাধকতা এবার তুলে নিল কেন্দ্র।
মূলত দেশ জুড়ে টিকাকরণের হার আরও বাড়ানোর জন্যেই এই পদক্ষেপ বলে জানা গেছে। কেন্দ্র সরকারের তরফে বলা হয়েছে, এবার থেকে টিকাকরণ কেন্দ্র গিয়ে সরাসরি ভ্যাকসিন নিতে পারবেন ১৮ ঊর্ধ্ব যে কোনও নাগরিক।
Rupnagar
তবে এক্ষেত্রে উঠে এসেছে অন্য একটি প্রশ্ন। টিকাকরণের হার বাড়ানোর জন্য কোউইন রেজিস্ট্রেশন পদ্ধতি তুলে নেওয়দেলে এবার ভ্যাকসিন নিতে যে আগের তুলনায় আরও বেশি মানুষ যাবেন, তাতে সন্দেহ নেই। কিন্তু অত ভ্যাকসিন মজুত আছে কি? প্রশ্ন উঠেছে।
দেশের নানা প্রান্তেই ভ্যাকসিনের আকাল কারও অজানা নয়। সরকারের এই নতুন সিদ্ধান্তের পর তাই টিকাকরণ কেন্দ্রে অনর্থক ভিড় বেড়ে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কাও এড়ানো যাচ্ছে না।
কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, এমন বিশৃঙ্খলার সম্ভাবনা নেই। কারণ দেশে এই মুহূর্তে কোভিডের তিনটি টিকা দেওয়ার কাছ চলছে। কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্পুটনিক ভি ছাড়াও আগামী দিনে খুব শিগগিরই আসতে চলেছে নোভাভ্যাক্স। তাই টিকার অভাব মিটবে বলেই দাবি কেন্দ্রের।
এতদিন কোভিড টিকা নিতে হলে কোউইন ওয়েবসাইটে গিয়ে নাম এবং ফোন নম্বর নথিভুক্ত করতে হচ্ছিল। তারপর দেওয়া হচ্ছিল একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন আইডি, টিকাকরণ কেন্দ্রে গিয়ে সেই আইডি দেখালে তবেই মিলছিল ভ্যাকসিন।
কিন্তু এই গোটা প্রক্রিয়ার সঙ্গে প্রযুক্তির যোগ ছিল ষোলআনা। অর্থাৎ, গ্রামগঞ্জের মানুষ যাঁরা মোবাইল কিংবা ইন্টারনেট প্রযুক্তির সঙ্গে স্বাচ্ছন্দ্য নন, তাঁদের ক্ষেত্রে টিকা নেওয়া কিছুটা মুশকিলের ছিল। কেন্দ্র সরকারের এই পদক্ষেপের জন্য সেই সমস্যা দূর হবে বলেই মনে করা হচ্ছে।