করোনা টিকা পেতে বাধ্যতা মূলক নয় অনলাইন রেজিস্ট্রেশন। মঙ্গলবার কেন্দ্র ঘোষণা করল যে এখন থেকে ১৮ ঊর্ধ্ব যেকোনও ব্যক্তি বিনা রেজিস্ট্রেশনেই টিকা নিতে পারবেন। মুলত গ্রামীণ এলাকাতে বহু ব্যক্তি টিকা পাচ্ছেন না, এমন অভিযোগ উঠতেই এই পদক্ষেপ কেন্দ্রের।
করোনা টিকা পেতে এতদিন কোউইনের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ছিল। তবে এই নিয়ম বদলের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মুলত গ্রামীণ এলাকাতে বহু ব্যক্তি টিকা পাচ্ছেন না, এমন অভিযোগ উঠতেই এই পদক্ষেপ কেন্দ্রের। টিকাকরণ প্রক্রিয়া দেশজুড়ে ‘ওয়াক-ইন’-এর মাধ্যমে চলবে বলে কেন্দ্র জানিয়েছে। কেন্দ্র জানায়, ১৮ বছরের ঊর্ধ্বের যেকোনও ব্যক্তি নিকটতম টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। এদিকে এর আগে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, অনলাইনে স্লট না পেলে সরকারি টিকাদান কেন্দ্রে গিয়ে নাম লিখিয়ে স্লট পেতে পারবেন। তবে সেই ক্ষেত্রেও অনলাইন রেজিস্ট্রেশন থাকতে হত।
প্রাথমিক ভাবে ভিড় এড়াতেই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছিল বলে মনে করেছিলেন অনেকে। তবে তাতে অনেকেই সমস্যায় পড়েন, আর তাই নিয়ম বদল করল কেন্দ্র।