একুশের বিধানসভা নির্বাচনে জোটে লড়লেও, এরপর শুরু হয়েছে জোটে জট। সিপিআইএম এবং কংগ্রেসের জোট নিয়ে বারবারই প্রশ্ন তুলছেন দলের নেতা নেত্রীরা। এবার কংগ্রেসকে গুন্ডা বলে মন্তব্য করলেন সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর ওই ফেসবুক পোস্ট নিয়ে সিপিআইএম-কংগ্রেসের মধ্যে শুরু হয়ে গিয়েছে দ্বন্দ্ব। রবিবার এই বিষয়ে বিকেলেই প্রদীপ ভট্টাচার্য ফোন করে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে অভিযোগ করেছিলেন। তারপরই এদিন রাতে প্রদেশ কংগ্রেসের তরফে সিপিএম রাজ্য সম্পাদককে সরাসরি চিঠি লিখে এই বিষয়ের জবাব চাওয়া হল।
সেই চিঠিতে কংগ্রেসের তরফে লেখা হয়েছে, বিকাশ ভট্টাচার্য ফেসবুকে যা পোস্ট করেছে, তাতে চূড়ান্ত অপমানিত হয়েছে কংগ্রেসকর্মীরা। এটা মেনে নেওয়া যায় না। একই সঙ্গে আলিমুদ্দিন স্ট্রিটকে বিধান ভবনের তরফে বলা হয়েছে যে, বিকাশবাবুর মতো এটা কি সিপিএমেরও একই মত? দলের অবস্থান কি? রাজ্য সম্পাদক হিসেবে দ্রুত সূর্যকান্ত মিশ্রর কাছে ব্যাখ্যা চেয়েছে কংগ্রেস।
একদিকে জোট নিয়ে যখন নানান প্রশ্ন তুলছিল কংগ্রেস, ঠিক সেই সময়ই বিকাশবাবু ফেসবুক একটি পোস্ট করেন। তাঁর পোস্টে একাধিকবার কংগ্রেসি গুন্ডা শব্দ দেখা গিয়েছে, যা নিয়ে কংগ্রেস কর্মীরারা ক্ষুব্ধ। এমনকি বিকাশবাবুর বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে কংগ্রেস কর্মীরা বলেছেন, সেই গুন্ডাদের সমর্থনেই আজ আপনি রাজ্যসভার সাংসদ। তারপরই সরাসরি চিঠি দিয়ে কংগ্রেস বুঝিয়ে দিল তাঁরা অপমানিত হয়েছে।
2021-06-14