করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বাধ্য হয়েছিল বঙ্গ বিধিনিষেধ করতে। এবার এই চলতি সপ্তাহেই শেষ হতে চলেছে বিধিনিষেধ পর্বের মেয়াদ। কিন্তু তারপর আবারও এর মেয়াদ বাড়ানো হবে নাকি তুলে নেওয়া হবে, তা এখনও জানানো হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে শীঘ্রই জানা যাবে। এই অবস্থায় লোকাল ট্রেন পরিষেবা শুরু করার জন্য প্রস্তুত রেল দফতর। চলতি মাসেই ট্রেন চালু করার জন্য রাজ্য সরকারকে চিঠি দিল রেল।
লোকাল ট্রেন পরিষেবা চালু করার আবেদন জানিয়ে পরিবহণসচিবকে চিঠি দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল দফতর জানিয়েছেন, স্টাফ স্পেশাল ট্রেনে অতিরিক্ত ভিড় হচ্ছে। তাই করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। অন্যদিকে, লোকাল ট্রেন পরিষেবা চালু করা হলে ভিড়টা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, “লোকাল ট্রেন পরিষেবা চালু করা পুরোপুরি রাজ্য সরকারের সিদ্ধান্ত। লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছে রাজ্যের নির্দেশে। এই ব্যাপারে শেষ কথা বলবে রাজ্য সরকার। রাজ্য সরকার বললে ফের চালু হবে। তবে, রাজ্য ছাড়পত্র দিলেই লোকাল ট্রেন চালু করা হবে। ১৫ তারিখের পর আমরা লোকাল ট্রেন চালাতে পুরোপুরি প্রস্তুত।”
একই সঙ্গে দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক গীতা সরকার বলেছিলেন, “রাজ্য সরকার যখনই বলবে, তখনই চালু করা হবে লোকাল ট্রেন। আমাদের সিস্টেম তৈরি। যেমন যেমন নির্দেশিকা দেবে, তেমনটাই মেনে চলা হবে। লোকাল ট্রেন চালাতে আমরা প্রস্তুত।”
2021-06-14