লোকাল ট্রেন চালাতে চেয়ে রাজ্যকে চিঠি রেলের

রাজ্যে করোনা (COVID-19) সংক্রমণ নিম্নমুখী৷ এই পরিস্থিতিতে লোকাল ট্রেন (Local Train) চালু করতে চাইছে পূর্ব ও দক্ষিণপূর্ব রেল। এনিয়ে রাজ্য সরকারের কী মত তা জানতে চেয়েছে পরিবহন সচিবকে চিঠি দিল তারা৷

করোনা আবহে শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলেছে। এই মুহূর্তে শিয়ালদহ ও হাওড়া ডিভিশন মিলিয়ে প্রায় ৩৪০টির মতো স্টাফ স্পেশাল ট্রেন চালু আছে। তবে তা যথেষ্ট নয় বলেই মনে করছেন রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষের বক্তব্য, অনেক সময়ই দেখা যাচ্ছে গন্তব্যস্থলে পৌঁছতে এই ট্রেনগুলিতে উঠে পড়ছেন সাধারণ মানুষ। ট্রেনগুলিতে প্রচণ্ড ভিড় হচ্ছে। এর জেরে করোনা আরও ছড়াতে পারে। তাই লোকাল ট্রেন চালু করে দেওয়া ভালো। সেই কারণেই এ বিষয়ে অনুমতি চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে।

এছাড়া আগামী ১৬ ও ১৭ জুন থেকে পুনরায় চালু হচ্ছে দূরপাল্লার বেশ কয়েক জোড়া ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর, ৩৩ জোড়া স্পেশাল ট্রেন ফের চালু করা হবে। তবে বাংলার সরকার সম্মতি না দেওয়া পর্যন্ত, পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা। তবে এই দূরপাল্লার ট্রেন চালানোর ক্ষেত্রেও বেশকিছু নিয়ম বিধি মেনেই যাত্রীদের ট্রেনে উঠতে হবে বলেও জানা গিয়েছে।

জেনে নিন ১৬ ই জুন থেকে চলবে কোন কোন দূরপাল্লার ট্রেন-

শিয়ালদহ- নিউ আলিপুরদুয়ার স্পেশ্যাল, শিয়ালদহ- আলিপুরদুয়ার স্পেশ্যাল, শিয়ালদহ- নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল, শিয়ালদহ- বালিয়া স্পেশ্যাল, শিয়ালদহ- জয়নগর স্পেশ্যাল, হাওড়া- রাঁচি শতাব্দী স্পেশ্যাল,হাওড়া- কাটিহার স্পেশ্যাল, হাওড়া- দেরাদুন স্পেশ্যাল, হাওড়া- যোগনগরী হৃষিকেশ স্পেশাল, হাওড়া- লালকুয়া স্পেশ্যাল, হাওড়া- ভোপাল স্পেশ্যাল, হাওড়া- গুয়াহাটি স্পেশ্যাল, হাওড়া- আগরতলা স্পেশ্যাল, হাওড়া- রক্সৌল এক্সপ্রেস, হাওড়া ও শিয়ালদহ- নিউ দিল্লি এসি স্পেশ্যাল, হাওড়া ও শিয়ালদহ-বিকানের স্পেশ্যাল, কলকাতা- বালুরঘাট স্পেশ্যাল, কলকাতা- হলদিবাড়ি স্পেশ্যাল।

এদিকে, সোমবার যানবাহন চলাচল নিয়ে রাজ্যের তরফে একটি রিভিউ মিটিং হবে। সেখানে রেলকে ছাড় দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কি না, সেদিকে নজর থাকবে রাজ্যবাসীর৷ রাজ্যে আরও খানিকটা কমেছে করোনা সংক্রমণ৷ উল্লেখ্য, রবিবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৩,৯৮৪ জন৷ গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৪৯৭ জন। মৃত্যু হয়েছে ৮৪ জনের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.