চীনা ভাইরাস নিয়ে যখন বিশ্বজুড়ে মহামারীর আবহে মানুষ আতঙ্কিত, ঠিক সেই সময় আতঙ্ক আরো বাড়াতে মালদায় সন্দেহজন এক চীনা নাগরিককে আটক করলো BSF | ঘটনাটি ঘটেছে আজ সকালে কালিয়াচক থানার ভারত বাংলাদেশ সীমান্তের মিরিক সুলতানপুর এলাকায় ।
সুত্রে প্রকাশ, আজ সকাল ৬ টা নাগাদ সন্দেহজনকভাবে এক চীনা নাগরিককে ঘোরাফেরা করতে দেখে মিরিক সুলতানপুর গ্রামের মানুষেরা । তাদের সন্দেহ হওয়ায় বিএসএফ ব্যাটেলিয়নের জাওয়ানদের খবর দেয়। এরপর এই চীনা নাগরিককে আটক করে বিএসএফ। খবর দেওয়া হয় পুলিশ কর্তাদের।
আটক চীনা নাগরিককের কাছ থেকে একটা ল্যাবটপ,তিনটে মোবাইল ও প্যাসপোর্ট পাওয়া গেছে। বিএসএফ ও রাজ্য পুলিশের গোয়ান্দাশাখার কর্তারা শুরু করেছে জেরা।
এদিকে স্থানীয় কিছু মানুষের অভিমত, মালদহের মিরিক সুলতানপুর এলাকাটি জালনোটের করিডোর হিসাবে পরিচিত।প্রতিনিয়ত এই করিডোর দিয়ে নানা অপরাধমূলক কাজের ঘটনা ঘটে চলেছে । ফলে গোয়ান্দাকর্তাদের অনুমান এই চীনা নাগরিকের মিরিক সুলতানপুরে সন্দেহজনকভাবে ঘোরার পিছনে কোন অসৎ উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। চলছে তারই খোঁজ।ধৃতের নাম হান জুনুই । তাঁর কাছে নেই ভারতে আসার কোন ছাড়পত্র ।