ভরদুপুরে গুলি চলল বেহালার মুচিপাড়ায়

ভরদুপুরে গুলি চলল বেহালার মুচিপাড়ায় ৷ ঘটনার পরই এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে৷ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী৷ যদিও হতাহতের কোনও খবর নেই।

অভিযোগ, বেহালায় ১২১ নম্বর ওয়ার্ডে পুরভোটে কে তৃণমূলের টিকিট পাবেন তা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। কাঠগড়ায় ভাস্কর সেন নামে এক স্থানীয় দুষ্কৃতী। জানা গিয়েেছে, রবিবার দুপুরে বেহালার মুচিপাড়ার জনবহুল এলাকায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। বাইকে করে এসে প্রথমে পরপর তিন রাউন্ড গুলি চালায় তারা। পুলিশের সামনেই গুলি চালাতে চালাতে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। স্থানীয়দের অভিযোগ, তখনও নীরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

জানা গিয়েছে, শনিবার রাতেও বেহালা থানার ১২১ নম্বর ওয়ার্ডের জয়শ্রী পার্কের মণ্ডল পাড়াতে ভাস্কর সেনের নেতৃত্বে গুলি চালায় একদল দুষ্কৃতী। অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। রাতেই ঘটনাস্থলে আসে বেহালা থানার পুলিশ।

উল্লেখ্য, বুধবারই নিউটাউনের সাপুরজি আবাসনে গুলি চলেছিল৷ পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে দুই গ্যাংস্টারস নিহত হয়৷ নিহতদের সঙ্গে পাকযোগ ছিল বলেই জানিয়েছে পঞ্জাব পুলিশের ডিজিপি। ড্রাগ ব়্যাকেট চালানোয় পাকিস্তানের সঙ্গে তার যোগ ছিল। বৃহস্পতিবার নিউটাউনে ভুল্লারদের (Jaipal Singh Bhullar) ফ্ল্যাটের আলমারি থেকে মিলেছে পাকিস্তানের কাপড়ের দোকানের একটি প্যাকেট। তাতে উর্দুতে লেখা রয়েছে। তা থেকেই পাকিস্তান যোগের সম্ভাবনা জোড়ালো হচ্ছে। উদ্ধার হয়েছে ‘মেড ইন পাকিস্তান’ লেখা রিভলবার।

এদিকে, নিউটাউন-কাণ্ডে চাঞ্চল্যকর মোড় নিয়েছে। মোহালি থেকে সুমিত কুমারকে আটক করেছ পঞ্জাব পুলিশ (Punjab Police)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুমিত কুমারের (Sumit Kumar) নথি ব্যবহার করে সুখবৃষ্টি আবাসনে বাড়ি ভাড়া নেয় ভরত কুমার (Bharat Kumar)। গ্যাংস্টারদের সঙ্গে তার যোগের প্রমাণ ইতিমধ্যেই মিলেছে। এখন গ্যাংস্টারদের সঙ্গে সুমিত কুমারের কী যোগ ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে পঞ্জাব পুলিশের বিশেষ দল গতকাল এসটিএফের সঙ্গে বৈঠক করে। আজ, রবিবার সেই দলটি পঞ্জাব রওনা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.