গোটা দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় তরঙ্গ (2nd wave of Corona)। তৃতীয় তরঙ্গ হানা দিতে পারে আশঙ্কা করা হচ্ছে। তার আগে টিকাকরণ (Vaccination) সম্পূর্ণ করার উপর জোর দিয়েছে রাজ্যগুলো। কিন্তু দেশে ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে। অনেকেই আছেন যারা প্রথম টিকা নেওয়া পরে দ্বিতীয় টিকা আর পাননি। তাদের জন্যে এবার ব্যবস্থা নিল রাজস্থান (Rajasthan)। রাজ্যের বিকানির শহরে এবার বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করলেন স্বাস্থ্যকর্মীরা। সারা দেশের মধ্যে এই প্রথম কোনো রাজ্যে ভ্যাকসিন পৌঁছে যাবে মানুষের দুয়ারে। এর জন্য আপাতত দু’টি অ্যাম্বুলেন্স বরাদ্দ করেছে বিকানির প্রশাসন। পাশাপাশি তিনটি দল গড়া হয়েছে এই কাজের জন্য।
জানা গিয়েছে সোমবার থেকে শুরু হবে এই ভ্যাকসিনেশন ড্রাইভটি। এই কর্মসূচিতে ৪৫ বছরের বেশি বয়সীদের টিকাকরণ করা হবে। যারা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি নিতে চান তাদের জেলা প্রশাসন কর্তৃক জারি করা হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে নাম এবং ঠিকানা রেজিস্টার্ড করতে হবে। দুটি অ্যাম্বুলেন্স এবং তিনটি দল এই টিকা দেওয়ার জন্য থাকবে। এই দলটি তখনই বাড়িতে যাবে যখন ওই এলাকা থেকে অন্তত ১০ জন নাম রেজিস্ট্রেশন করাবে। মূলত টিকার অপচয় রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন ৪৫ বছরের বেশি বয়সের ৭৫ শতাংশ টিকাকরণের লক্ষমাত্রা নিয়েছে।
টিকাকরণ হয়ে গেলে স্বাস্থ্যকর্মীদের টিম কিছুক্ষণ সেখানে অপেক্ষা করবে, যাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। সব ঠিক থাকলে সেই জায়গা ছেড়ে অন্যত্র যাবেন। জয়পুর থেকে ৩৪০ কিলোমিটার দূরের শহর বিকানিরে এবার এ ভাবেই চলবে টিকাকরণ কর্মসূচি। নিজেদের দুয়ারে প্রশাসনের তরফ থেকে ভ্যাকসিন পেয়ে খুশি স্থানীয় মানুষরা।
বর্তমানে, সারাদেশে সরকারী এবং বেসরকারী টিকা কেন্দ্রগুলিতে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন যে তাঁর সরকার শীঘ্রই ৪৫ বছরের বেশি বয়সীদের জন্য ঘরে ঘরে টিকা দেওয়ার অভিযান শুরু করবে। বোম্বে হাইকোর্ট কয়েক সপ্তাহ আগে বয়স্ক নাগরিক এবং শারীরিকভাবে অক্ষম লোকদের জন্য ঘরে ঘরে গিয়ে করোনার টিকা দেওয়া সম্ভব কিনা সেদিকে নজর দিতে বলেছিল।