এক পৃথিবী, এক স্বাস্থ্য: জি-৭ থেকে বিশ্ব দরবারে বার্তা মোদীর

করোনা ভাইরাসে (Corona Virus) বিপর্যস্ত গোটা বিশ্ব। ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিকাঠামো। এমন পরিস্থিতিতে G-7 সম্মেলন থেকে ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’-এর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুধু করোনা ভাইরাস নয় পরবর্তী সময়ে যেকোনো স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে একসঙ্গে লড়াইয়ের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয় ভার্চুয়ালি এই সভা থেকে তিনি করোনা ভ্যাকসিনের (Corona Vaccine) পেটেন্ট প্রত্যাহারেরও আর্জি জানান।

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল (Angela Merkel) প্রধানমন্ত্রীর “এক পৃথিবী, এক স্বাস্থ্য” বার্তাটিকে সমর্থন করেছেন। পেটেন্ট প্রত্যাহারের ক্ষেত্রে ভারতকে সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (Scott Morrison )। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়ের মাকরঁও (Emmanuel Macron) মন্তব্য করেন, টিকার উৎপাদন বৃদ্ধির জন্য ভারতের মতো উন্নয়নশীল দেশে পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল দিতে হবে।

করোনা আবহেই দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়ালে শুক্রবার থেকে শুরু হয়েছে জি-৭ অন্তুর্ভুক্ত রাষ্ট্রগুলির তিন দিনের বৈঠক। জি ৭-এর অন্তর্ভুক্ত নয় ভারত। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে সাড়া দিয়েই অতিথি রাষ্ট্রপ্রধান হিসেবে জি-৭ বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Jhonson) ছাড়াও এই বৈঠকে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। পাশাপাশি জাপান, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালির প্রধানমন্ত্রীরাও উপস্থিত হয়েছেন সেখানে। ওই বৈঠকে ভারতের পাশাপাশি অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেছেন দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানরা।

এদিন প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতি জারি করা হয়। যেখানে বলা হয়, জি-৭ বৈঠকে দেশের একাধিক কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। করোনাকালে দেশের স্বাস্থ্যনীতি, টিকাকরণ নীতি, শিল্প, বানিজ্যিক ক্ষেত্রে সরকারের অবদানের পাশাপাশি ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা সম্পর্কিত নানা দিক তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। ভারতের সংকটে অন্যান্য দেশ ভারতকে যেভাবে সাহায্য করেছে সে বিষয়েও প্রশংসা জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, আজ বৈঠকের বাকি দুটি পর্বেও ভার্চুয়ালি যোগ দেবেন নরেন্দ্র মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.