ভারতে বেশ কিছুটা কমে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৮৪,৩৩২ জন, ৭০ দিন পর এই প্রথম এতটা কমল আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যা ফের ৪ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ০০২ জন করোনা-রোগী। শুক্রবার সারাদিনে ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ১ লক্ষ ২১ হাজার ৩১১ জন। এক ধাক্কায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ৪০,৯৮১ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ১০,৮০,৬৯০ জন (৩.৬৮ শতাংশ)।
কোভিড টিকাকরণও সমানতালেই চলছে, ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত মোট ২৪,৯৬,০০,৩০৪ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪ হাজার ০০২ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৬৭,০৮১ জন (১.২৫ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৯,২০,৪৭৭।সুস্থতা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১ লক্ষ ২১ হাজার ৩১১ জন। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৭৯,১১,৩৮৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৫.০৭ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২৪ কোটি ৯৬ লক্ষ ০০ হাজার ৩০৪ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩৪,৩৩,৭৬৩ জনকে।
2021-06-12