সালিশী সভায় ডেকে স্বর্ণপদক জয়ী মহিলা সাইক্লিস্ট সহ তার মা’কে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গী এলাকার ঘটনা। আক্রান্ত সাইক্লিস্ট কেয়া রাজবংশী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন গঙ্গারামপুর হাসপাতালে। আহত মা চন্দনা রাজবংশীকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগ, পালটা অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
জানাগেছে, বুধবার রাতে সালিশি সভার নাম করে সাইক্লিস্ট কেয়া রাজবংশী ও তার মাকে ডেকে নিয়ে যায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবযানী দত্ত সরকার। পুরনো একটি গন্ডগোলের ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দা অমল দাসের বাড়িতে ওই সালিশি সভা চলছিল। সেখানেই সকলে মিলে মারধর করে কেয়া রাজবংশী ও তার মা চন্দনা পাল রাজবংশীকে বলে অভিযোগ। তাদের অভিযোগ, বিজেপি করায় মিথ্যে অজুহাত দিয়ে তাদের মারধর করা হয়েছে।
জেলার বিজেপি সভাপতি বিনয় বর্মন জানিয়েছেন, কর্মীদের উপর মারধরের ঘটনা জেলায় ঘটেই চলেছে। তবে এই ঘটনা দেখার পরেই সব কিছু বলতে পারবেন।
আহত কেয়া রাজবংশী বলেন, পরিকল্পিত ভাবে তাকে ও তার মা’কে মারধর করেছে ওই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও তার লোকজন।
আক্রান্ত মহিলার ভাইপো জানিয়েছেন, বন্ধন ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে মিথ্যে সম্পর্কের অভিযোগ তুলে একটা বিবাদ চলছিল। যা নিয়ে সালিশি সভা ডেকে ওই তৃণমূল নেত্রীর সামনেই তাদের মারধর করেছে।
যদিও প্রাক্তন কাউন্সিলর দেবযানী দত্ত সরকার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। শুধুমাত্র সালিশি সভাতেই গিয়েছিলেন বলেও তিনি জানিয়েছেন।
লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
দেখুন ভিডি…