নিখিল জৈনের দাবি সত্য, উনি ৮ই মার্চ ২০২১ তারিখে নুসরত জাহান রুহির বিরুদ্ধে সিভিল মামলা করেন আলিপুর সিভিল কোর্টে

“নুসরতের বিরুদ্ধে নিখিল মামলা করেছিলেন মার্চ মাসে”
কেন জানি না অনেকেই আমাকে জিগাসা করছেন যে নুসরতের বিরুদ্ধে নিখিল জৈন এই বছরে কোন সিভিল মামলা করেছিলেন কিনা। ইতিমধ্যেই নিখিল জৈন সংবাদ মাধ্যমের কাছে দাবী করেছেন যে সাম্প্রতিককালের নিখিল-নুসরতের বিবাহকে কেন্দ্র করে ওঠা বিতর্কের আগেই তিনি নুসরত জাহানের বিরুদ্ধে সিভিল কোর্টে মামলা করেছেন। নিখিল জৈনের এই দাবী সত্য কিনা সে সম্পর্ক আমি কিছু জানি কিনা তা জানতে চেয়েছেন আমার কিছু সম্মানীয় বন্ধুরা।

প্রশ্নের উত্তর দেওয়ার শুরুতেই সেই সব প্রশ্নকর্তা বন্ধুদের বলি —আমি কারো ব্যক্তিগত তথ্য দেওয়ার জন্যে কোন অনুসন্ধান কেন্দ্র খুলে বসে নেই।তাই এই ধরনের প্রশ্নের উত্তর আমার কাছে প্রত্যাশা না করাই ভাল।আমি সোসাল মিডিয়ায় বিভিন্ন সময়ে আইন নিয়ে লেখালিখি করি দুটো কারনে।প্রথমত আইন নিয়ে লিখতে আমার ভাল লাগে তাই। আর দ্বিতীয় কারন সাধারন মানুষের মধ্যে যদি আইন সম্পর্কে জানার আগ্রহ জন্মায় বা আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় । আমার লেখালিখি করার উদ্দেশ্য কারো ব্যক্তিগত কোন ইনফরমেশান দেওয়া নয় বা মক্কেল যোগাড় করা নয়।

হ্যা বন্ধুরা নিখিল জৈনের দাবি সত্য।উনি ৮ই মার্চ ২০২১ তারিখে নুসরত জাহান রুহির বিরুদ্ধে সিভিল মামলা করেন আলিপুর সিভিল কোর্টে( লার্নেড সেকেন্ড সিভিল জাজ-সিনিয়ার ডিভিশান), সিভিল ( টাইটেল) সুট নাম্বার ২৫১/২০২১ এই মামলার নেক্সট ডেট ২০/৭/২০২১ এবার হয়ত কেউ কেউ বলবেন কেন তবে এই পোস্ট এবং নিখিল ভার্সেস নুসরত মামলার তথ্য দিয়ে এই পোস্ট করছি। তার কারনটা বুঝতে পারবেন আমার লেখাটা পুরো পড়লে।উৎসাহী বন্ধুরা নিজেরাই দেখে নিতে পারেন ভারতের কোন আদালতে কারো বিরুদ্ধে সিভিল বা ক্রিমিনাল কোন মামলা আছে কিনা, এর জন্যে কোন আইনজীবির সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। এর জন্যে “e-courts service” নামে একটা এপ্স আপনার মোবাইল ফোনে ইন্সটল করে নিন।এর পরে ওই এপ্সে সার্চ করুন যে কোন মামলার ডিটেলস পেয়ে যাবেন, এমন কি মামলার কোন ইন্টেরিম অর্ডার বা ফাইনাল জাজমেন্ট থাকলে সেটাও পেয়ে যাবেন। এপ্সটা বর্তমানে সব এডভোকেটরাই ব্যবহার করে থাকেন।এটা ইন্ডিয়ান জুডিশিয়ালের নিজস্ব এপ্স। তাই এর দেওয়া তথ্যের সত্যতা আদালতেও গ্রহনীয়।তবে বিভিন্ন আদালতে কাজের চাপ আদালত কর্মীদের তুলনায় অনেক বেশি থাকায় মামলার তারিখ এবং স্ট্যাটাস সংক্রান্ত তথ্য আপলোড করার ক্ষেত্রে ভ্রান্তি থেকে যায়। যাইহোক বন্ধুরা প্লে স্টোরে গিয়ে ” e-courts service” এপ্সটা ডাউন লোড করে নিজের ফোনে ইন্সটল করে নিলে দেশের সব লোয়ার কোর্ট এবং হাইকোর্টের মামলার বহু তথ্য পেয়ে যাবেন। বন্ধুদের এই এপ্সটা যাতে খুজে নিতে পারেন তাই আমার মোবাইলের স্ক্রিনের ছবিটা দিলাম,লাল কালিতে মার্ক করা এপ্সটার কথাই এত সময়ে আলোচনা করলাম।এটা অত্যন্ত কাজের এপ্স।ইন্সটল করেই রাখতে পারেন, কখন কাজে লেগেও যেতে পারে।
★ Written by
G.C Mandal, Advocate
High Court at Calcut
From :Tollygunje
Ph No 9830856567

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.