করোনার জের, পুরীতে এবারও ভক্ত ছাড়াই রথযাত্রা

গত বছরের মত এবছরেও পুরীর রথয়াত্রা (Puri Rath Yatra) হবে ভক্তদের ছাড়াই। আগামী ১২ জুলাই ভক্তসমাগম ছাড়াই পুরীর জগন্নথাথ মন্দিরে রথযাত্রা সম্পন্ন হবে। করোনার চোখরাঙানির জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন মন্দির কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে, বাড়তে থাকা সংক্রমণের কথা মাথায় রেখে এবছরও এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের। এবছরের রথযাত্রা অনুষ্ঠানে কেবলমাত্র সেবাইত এবং মন্দির কর্তৃপক্ষরা অংশগ্রহণ করতে পারবে। তার সঙ্গে রথযাত্রা অনুষ্ঠানকে ঘিরে একাধিক বিধিনিষেধও জারি থাকবে।

এবিষয়ে ওডিশার স্পেশ্যাল রিলিফ কমিশনার প্রদীপ কে জেনা বলেন, কোভিড বিধির কথা মাথায় রেখে এবছর পুরীর রথযাত্রায় ভক্তদের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এবারের রথযাত্রায় সেবাইতরাই কেবলমাত্র অংশগ্রহণ করতে পারবেন। তবে তার জন্য সেবাইতদের কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। এমনকি রথযাত্রার ৪৮ ঘণ্টা আগে আরটিপিসিআর রিপোর্ট জমা করতে হবে। পাশাপাশি রথের দড়ি ৫০০-র বেশি সেবাইত টানতে পারবেন না। তার সঙ্গে শীর্ষ আদালতের (Supreme Court) সমস্ত নির্দেশিকা মেনেই চলা হবে বলে জানান তিনি।

তিনি এবিষয়ে বিস্তারিতভাবে বলেন যে, গত বছর সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফ থেকে রথযাত্রা পালনের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছিল। এবছরও সেই নির্দেশিকা মেনেই পুরীর রথযাত্রা পালন করা হবে। জানা গিয়েছে, রথযাত্রার সময় গোটা পুরীজুড়ে জারি থাকবে কার্ফু। ভার্চুয়াল মাধ্যমে এবারও সরাসরি সম্প্রচার করা হবে জগন্নাথদেবের রথযাত্রার অনুষ্ঠান।

করোনার (Covid-19) দ্বিতীয় ঢেউ যেভাবে গোটা দেশে প্রভাব ফেলেছে, তাতেই এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বাধ্য হয়েই কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়। যার জেরে এবারের পুরীর রথযাত্রায় সামিল হওয়া থেকে বঞ্চিত থাকবেন ভক্তরা। এবারও পুরীর রথের রশি টানতে পারবেন না দেশের সাধারণ মানুষ। পুরীর রাস্তায় দাঁড়িয়ে ভক্তদের এবারও জগন্নাথ, শুভদ্রা, বলরামকে চাক্ষুস করা হবে না। একেবারে নিরিবিলিতেই জগন্নাথদেবকে পাড়ি দিতে হবে মাসিরবাড়ি। কারণ গোটা পুরীজুড়ে জারি থাকবে কার্ফু। ভার্চুয়াল মাধ্যমে এবারও সরাসরি সম্প্রচার করা হবে জগন্নাথদেবের রথয়াত্রার অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.