রাজ্যে ফের একবার শক্তি বৃদ্ধি করল আরএসএসের শিক্ষক সংগঠন

রাজ্যে ফের একবার শক্তি বৃদ্ধি করল আরএসএসের শিক্ষক সংগঠন। পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা বিষয়ক কর্মচারী সমিতি এবং অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক সঙ্ঘ (এবিআরএসএম) নিজেদের মধ্যে সদস্য ভাগাভাগি করে নিয়েছে। সমিতি শুরুর দিকে তৃণমূলপন্থী থাকলেও সরাসরি দলীয় শিক্ষক সংগঠন ছিল না। পরের দিকে এই সমিতি অরাজনৈতিক শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠন হিসেবে পরিচালিত হতে থাকে। তবে কয়েক মাস আগে আরএসএসের শ্রমিক সংগঠন বিএমএস তাদের অনুমোদন দিয়েছে। বুধবার নরেশ ভবনে হওয়া একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সমিতি তাদের মাধ্যমিক শিক্ষক সদস্যদের এবিআরএসএমের অধীন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘে এবং প্রাথমিক শিক্ষকদের বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘে যোগদান করাবে। উচ্চ মাধ্যমিক কন্ট্রাকচুয়াল শিক্ষক, কম্পিউটার শিক্ষক, শিক্ষাবন্ধু, শিক্ষা মিত্র, স্পেশাল এডুকেটর, ইঞ্জিনিয়ারিং স্টাফ, গ্রুপ সি, গ্রুপ ডি, অন্যান্য চুক্তিভিত্তিক কর্মী, কম্পিউটার স্টাফ প্রভৃতিরা সমিতির অন্তর্ভুক্ত হবেন। এর ফলে সমিতি মূলত শিক্ষাকর্মীদের সংগঠন হয়ে দাঁড়াল। আলোচনায় উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী সভাপতি সংঘমিত্রা ভট্টাচার্য, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সংঘের সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক, বঙ্গীয় নব উন্মেষের সভাপতি অনিমেষ মণ্ডল, জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সঙ্ঘের সম্পাদক কৃষ্ণ সরকার এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন এমপ্লয়িজ ইউনিয়নের সম্পাদক সুব্রত চক্রবর্তী। উপস্থিত ছিলেন সঙ্ঘের প্রান্ত কার্যকর্তা  জিষ্ণু বসু এবং অলোক চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.