সম্প্রতি বাজ (lightning) পড়ে রাজ্যে এক সঙ্গে ২৬ জনের মৃত্যু (death) হয়। বুধবার আরও ৬ জন মারা গিয়েছেন একই ঘটনায়। সবমিলিয়ে সংখ্যাটা ৩২। এমত অবস্থায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (alipore weather office)। তাঁরা বলছেন আজ বৃহস্পতিবার ও আগামী ২৪ ঘন্টায় প্রচুর বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘লম্বা স্পেলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি তৈরি হবে। এটা হচ্ছে কারন সাগরে একটা নিম্নচাপ তৈরি হবে এগারো তারিখ, যার ধাক্কায় দক্ষিণবঙ্গে বর্ষা আসবে। তো এই নিম্নচাপ তৈরি হওয়ার আগে পর্যন্ত এই বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি থাকে। তাই আমরা কতগুলি সতর্কতা জারি করছি সাধারণ মানুষের জন্য।
অন্তত এই দুই দিন যখনই অল্প থান্ডার এক্টিভিটি চালু হবে তখনই চেষ্টা করবেন পাকা বাড়ির ভিতরে আশ্রয় নেওয়ার। আর যারা বাড়িতে থাকবেন তারা যেন বাইরে না বেরোন। তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। কৃষক বন্ধুদের জন্য আমাদের অনুরোধ তাঁরা যেন এই পরিস্থিতি তৈরি হলে যেন মাঠে না থাকেন। বাড়ি ফিরে যান। কোনও বড় গাছ বা কোনও ফাঁকা বিশাল মাঠে একটা গাছ আছে সেখানে আশ্রয় নেবেন না। চেষ্টা করবেন নিজের বাড়ি চলে যাওয়ার। অন্তত এই কয়েকটা দিন।’
আবহাওয়াবিদ আরও বলেছেন, ‘পাশপাশি আমরা মৎস্যজীবীদের জন্য বলছি যে যারা মাছ ধরতে গিয়েছেন তারা যেন আজ বৃহস্পতিবার বিকালের মধ্যে যেন ফিরে আসেন। আর যারা এখনও যাননি তারা যেন ১১ জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে না যান, কারণ যেহেতু নিম্নচাপ তৈরি হচ্ছে তাই সমুদ্র উত্তাল থাকবে।’ আলিপুর আবহাওয়া দফতর এও জানিয়েছে, যদি বেশি বৃষ্টি হয় তাহলে কলকাতা ও সংলগ্ন শহরতলিতে তাহলে জল জমে রাস্তায় যানজট হতে পারে।
এদিকে বুধবার ৯ জুন, কলকাতায় মেঘলা (cloudy weather) আকাশ (sky) থাকল দিনভর। তবে বৃষ্টি হল না। আজ ১০ জুন সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ। রয়েছে বৃষ্টির (rain) সম্ভাবনা। ফলপ্রসূ কতটা হয় সময় বলবে। আপাতত স্বস্তি বলতে শুধুই বেলার তাপমাত্রা, যা স্বাভাবিকের নীচে রয়েছে। থাকবে স্বাভাবিকের নীচেই। তবে ভোগাবে অতিরিক্তি আপেক্ষিক আর্দ্রতা, যা বর্ষা কাছে থাকার জন্য স্বাভাবিক বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা (meteorologist)।
দেখা যাচ্ছে ৯০ শতাংশের উপরে থাকছে বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ। যদিও বৃহস্পতিবার সকালে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল। ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আজ তা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে। আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ , সর্বনিম্ন ৬৬ শতাংশ।
বুধবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল। ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আজ তা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস আশেপাশেই। আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ , সর্বনিম্ন ৫৬ শতাংশ। বৃষ্টি, যার জেরে কম রয়েছে তাপমাত্রা তার পরিমাণ ১.৭ মিলিমিটার।