রাশিয়ার দানিল মেদভেদেভকে (Daniil Medvedev) হারিয়ে ফরাসি ওপেনের(French Open) সেমিফাইনালে জায়গা করে নিলেন গ্রীসের তরুণ তুর্কি স্তেফানোস সিৎসিপাস(Stefanos Tsitsipas)। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাইকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে টানা তিনটি গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে জায়গা করে নিলেন গ্রীক তারকা। পঞ্চম বাছাই সিৎসিপাসের পক্ষে মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের ফল ৬-৩, ৭-৬(৭-৩), ৭-৫। আটবারের সাক্ষাতে মেদভেদেভের বিরুদ্ধে এই নিয়ে দ্বিতীয় জয় পেলেন সিৎসিপাস।
চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের(Australian Open) সেমিফাইনালে ঠিক উলটো ফলাফল করে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন মেদভেদেভ। সেদিক থেকে দেখতে গেলে এদিন ফরাসি ওপেনের কোয়ার্টারে জয়টা গ্রীক তারকার কাছে বদলার। গতবারও রোলাঁ গারোর(Roland Garros) সেমিফাইনাল খেলেছিলেন সিৎসিপাস। এদিন নৈশালোকে দর্শকশূন্য ফিলিপ চ্যাট্রিয়ার কোর্টে(Philippe Chatrier Court) প্রথম সেট সহজ জিতে নেন সিৎসিপাস। এরপর দ্বিতীয় সেটে লড়াই হয় তুল্যমূল্য। ৩-১ পিছিয়ে থেকে মেদভেদেভ দুর্দান্ত প্রত্যাবর্তন করেন।
দশম গেমে গিয়ে একটা সময় সেট পয়েন্ট কব্জা করতে ব্যর্থ হন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালিস্ট মেদভেদেভ। সমতায় ফেরেন সিৎসিপাস। শেষ পর্যন্ত দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে। এরপর সহজেই টাইব্রেকার জিতে নিয়ে ২-০ এগিয়ে যান গ্রীক তারকা। তৃতীয় সেটের পঞ্চম গেমে সিৎসিপাসের সার্ভিস ব্রেক করে এগিয়ে যান মেদভেদেভ। কিন্তু সিৎসিপাস এদিন কোনওমতেই ছাড়বার পাত্র ছিলেন না। পালটা মেদভেদেভের সার্ভিস ব্রেক করে ৫-৪ এগিয়ে যান তিনি। ৫-৫ করার আগে চেয়ার আম্পায়ারের সঙ্গে কিছুটা উত্যক্ত বাক্য-বিনিময় হয় রাশিয়ানের।
এরপর সিৎসিপাস যখন ম্যাচ পয়েন্টে দাঁড়িয়ে সেই সময় অবাক কান্ড ঘটিয়ে বসেন মেদভেদেভ। ৫-৬ পিছিয়ে থাকা অবস্থায় হতাশ মেদভেদেভ আন্ডারআর্ম সার্ভিস (Underarm Service) করে বসেন প্রতিদ্বন্দ্বীকে। আর সেই সার্ভিস জোরালো স্ম্যাশে ফেরত পাঠিয়ে সেমিতে জায়গা করে নেন সিৎসিপাস। সেমিতে গ্রীক তারকা মুখোমুখি হবেন আলেকজান্ডার জেরেভের(Alexander Zverev)। যিনি মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে ঝড় তুলে শেষ চার নিশ্চিত করেছেন। স্পেনের আলজান্দ্রো দাভিদোভিচ ফোকিনার বিরুদ্ধে জেরেভ কোয়ার্টার ফাইনাল জিতলেন ৬-৪, ৬-১, ৬-১ সেটে।