বাংলার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে দলবদলু বিজেপি নেতাদের বেসুরো হতে দেখা গিয়েছে। গত সোমবার তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে, বিজেপির বেশ কয়েকজন বিধায়ক তৃণমূলের (All India Trinamool Congress) সঙ্গে যোগাযোগ রাখছে। তাঁদের মধ্যে কাকে দলে নেওয়া হবে, আর কাকে বাদ দেওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেই বয়ানের পরিপেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
বর্তমানে দিল্লীর সফরে রয়েছেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি প্রতিক্রিয়া দিয়ে বলেন, ‘তৃণমূল এই দল ভাঙানোর খেলা শুরু করেছিল। এখন রাজ্যের বিরোধী দল বিজেপি। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। আমি চ্যালেঞ্জ করে বলছি দল ভাঙিয়ে দেখান। দলত্যাগ-বিরোধী আইন কীভাবে কাজে লাগাতে হয়, সেটা আমার জানা আছে।” শুভেন্দু অধিকারীর সুরে সুর মিলিয়ে বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষও একই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘তৃণমূল নেতারা এমন অনেক কথাই বলেন। আমি চ্যালেঞ্জ করছি ওঁরা আমাদের বিধায়কদের ভাঙিয়ে দেখাক।”
আরেকদিকে, তৃণমূলের সর্বভারতীয় সভাপতি কুণাল ঘোষ পাল্টা দাবি করে বলেছেন, বিজেপির সাত থেকে আটজন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। ওঁরা তৃণমূলে যোগ দেওয়ার জন্য আগ্রহী।
আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করবেন শুভেন্দু অধিকারী। বুধবার বেলা ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। রাজ্যে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন শুভেন্দু অধিকারী।