খানিকটা বেড়ে আরও রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল পেট্রোল ও ডিজেলের মূল্য। বুধবার দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই-সহ দেশের সর্বত্রই বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। মে মাসের ৪ তারিখের পর থেকে এযাবৎ মোট ২১ দিন বাড়ল দুই জ্বালানি তেলের দাম। বুধবার চারটি মেট্রো সিটিতে পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ২৫ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২৭ পয়সা।
দাম বাড়ার পর রাজধানী দিল্লিতে বুধবার পেট্রোলের বর্ধিত দাম ৯৫.৫৬ টাকা এবং ডিজেলের দাম ৮৬.৪৭ টাকা। কলকাতায় ২৪ পয়সা দাম বাড়ার পর পেট্রোলের বর্ধিত দাম ৯৫.৫২ টাকা এবং ২৫ পয়সা বাড়ার পর ডিজেলের নতুন দাম ৮৯.৩২ টাকা| চারটি মেট্রো সিটির মধ্যে মুম্বইয়ে সবথেকে বেশি দামি পেট্রল। ২৪ পয়সা দাম বাড়ার পর বুধবার মুম্বইয়ে পেট্রোলের দাম পৌঁছেছে ১০১.৭৬ টাকায় এবং ২৭ পয়সা বৃদ্ধির পর ডিজেলের দাম ৯৩.৮৫ টাকা। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, ২৩ পয়সা বেড়ে চেন্নাইয়ে পেট্রোলের দাম ৯৬.৯৪ টাকা প্রতি লিটার এবং ২৩ পয়সা বেড়ে ডিজেলের বর্ধিত দাম ৯১.১৫ টাকা প্রতি লিটার।
2021-06-09