পূর্ণ হল নির্বাচন কমিশনের শূন্যপদ। নিয়োগে রাষ্ট্রপতির সিলমোহরের পর, বুধবার নতুন নির্বাচন কমিশনার পদের দায়িত্বভার গ্রহণ করলেন উত্তর প্রদেশ ক্যাডারের আইএএস অফিসার (অবসরপ্রাপ্য) অনুপ চন্দ্র পাণ্ডে। প্রাক্তন এই আইএএস অফিসার উত্তরপ্রদেশের মুখ্যসচিব হিসাবে কাজ করেছিলেন। ২০১৯ সালের আগস্ট মাসে তিনি অবসর গ্রহণ করেন।
বুধবার অনুপ চন্দ্র পাণ্ডে দায়িত্ব নেওয়ার পর নির্বাচন কমিশনের শূন্যপদ পূর্ণ হল। তিনজন আধিকারিকই এখন কমিশন সামলাবেন। মুখ্য নির্বাচনী কমিশনার সুশীল চন্দ্র ও নির্বাচন কমিশনার হিসাবে হিসাবে নিযুক্ত রাজীব কুমার কাজ করছেন। গত এপ্রিলে সুনীল অরোরা ছেড়ে যাওয়া পদেই নিযুক্ত হলেন অনুপ। পরের বছরেই দেশে বেশ কয়েকটি হেভিওয়েট নির্বাচন রয়েছে। তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, পঞ্জাবও।
2021-06-09