একটা দেশের ইতিহাস জানা খুব জরুরি।
ইতিহাস তাকে শেখায় কে তার বন্ধু, কে তার শত্রু।ইতিহাস তাকে শেখায় কে কবে তাকে হারিয়েছে, কিভাবেই বা হারিয়েছে। এটাও শেখায় সে কোন কোন যুদ্ধ জিতেছে? কেনই বা জিতেছে।
কারণ, ইতিহাস না জানলে
সে একদিন নিশ্চিত তার ভূগোল হারিয়ে ফেলবে। তার সীমা দখল করবে শত্রু, কারণ সে তো জানেই না যে তার শত্রু কারা, সীমানাই বা কোনটি। এভাবে ভূগোল হারাতে হারাতে একদিন সে
সে একদিন নিশ্চিত তার অর্থনীতি হারিয়ে ফেলবে। ভূগোল নিয়ন্ত্রণ করে কে তার প্রতিবেশী, কোন নদী তার ওপর বয়, কটা বন্দর তার আছে, কি কি খনিজ দ্রব্য তার আছে… ইত্যাদি অনেক কিছু। এই সব কিছুই অর্থনীতির স্বাস্থ্য বজায় রাখে। আর এগুলি যদি ঠিক না থাকে তাহলে একদিন সে…
নিশ্চিত তার রাজনীতি হারিয়ে ফেলবে। অর্থনীতির উন্নতি ছাড়া সুস্থির রাজনীতি সম্ভব নয়। সমস্ত ইজমের শেষ ওখানেই।
পৃথিবীর এক প্রাচীন রাজনীতির বইয়ের নাম ” অর্থশাস্ত্র” একারণেই।