বিগত কিছু দিন ধরে ঘর্মাক্ত দহনজ্বালায় জ্বলছিল বাণিজ্যনগরী মুম্বই। গরমের কাহিল হয়ে পড়েছিল থানে-সহ মহারাষ্ট্রের অন্যান্য প্রান্ত। গরম থেকে মুম্বইকে স্বস্তি দিল বুধবারের বৃষ্টি। বুধবার বৃষ্টি হয়েছে মহারাষ্ট্রের থানে জেলাতেও। আরও একটি সুখবর হল, মহারাষ্ট্রে সময়ের আগেই আগমণ হল বর্ষার। বুধবারই বর্ষার আগমণ হয়েছে মুম্বইয়ে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার মুম্বইয়ে আগমণ হয়েছে বর্ষার। প্রতিবছর ১০ জুন মুম্বইয়ে বর্ষার আগমণ হয়, কিন্তু এ বছর ৯ জুন বর্ষা প্রবেশ করল বাণিজ্যনগরীতে।
বুধবার ভোর থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় মুম্বইয়ে। বর্ষার আগমণে বৃষ্টি হয় থানে এবং সংলগ্ন এলাকাতেও। মুম্বইয়ের সিওন এলাকায় প্রবল বৃষ্টিতে রাস্তায় জল জমে যায়। এদিন সকাল থেকেই মুম্বইয়ের আকাশ মেঘে ঢাকা। আনলক প্রক্রিয়া শুরু হওয়ায় মানুষজনও বাড়ির বাইরে বেড়িয়েছেন, কিন্তু রাস্তায় জল জমে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয়েছে। মুম্বইয়ের গান্ধী মার্কেট এলাকায় রাস্তায় জল জমে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন হয়। আইএমডি জানিয়েছে, মুম্বই ও থানে ছাড়াও, পালঘর, নাসিক ও পুণে-তেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2021-06-09