দুমাস আগের বাসি খবর আজ কেন!!?


আগ্রায় বেসরকারি হসপিটাল ” পরশ” এ মাত্র পাচ মিনিট মক ড্রিল চালানোর সময়ে মৃত্যু হয় ২২ জন চিকিৎসাধী হতভাগ্য রোগির!! প্রকৃত সংবাদ হল এই ঘটনাটা গত ২৭ শে এপ্রিলের ২০২১ এর এবং উত্তর প্রদেশ পুলিস ঘটনায় হাসপাতাল মালিককে গ্রেপ্তার করে সুনির্দিষ্ট ধারায় এবং তদন্ত শুরু করে।
কিন্তু আজ ৮ ই জুন ২০২১ তারিখে ABP আনন্দ এমন ভাবে সম্প্রচার করছে যেন কারো ভুল ধারনা হতেই পারে ঘটনাটা ইউ পি রাজ্য সরকার পরিচালিত কোন হসপিটালে আজ ৮ ই জুন ঘটে যাওয়া কোন ঘটনা। ABP আনন্দএর সাংবাদিক এবং চিফ এডিটর মশাই একটু সচেতন ভাবে সংবাদ পরিবেশন করে সাংবাদিকতার দায়িত্ব পালনের বৃত্তটা পুর্ন করুন।
এই রাজ্যে ঘটে যাওয়া আজকের সব চেয়ে বড় ঘটনাটা সংবাদাকারে প্রকাশ করুন। এক “মিয়া সাহেব” পান্ডুয়ায় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর সেই মিয়া সাহেবের মৃত্যুকে ঘিরে হাসপাতাল চত্বরেই এক জন চিকিৎসককে কলার ধরে পাইকারি হারে ধোলাই দিচ্ছেন কিছু প্যান্ট-শার্ট এবং লুংগি-শার্ট পরিহিত উন্মাদের দল। এই ঘটনায় কোন অভিযুক্ত ৪৮ ঘন্টার মধ্যেও গ্রেপ্তার না হওয়ার জেরে ওই হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীরা কর্ম বিরতি পালন করছিলেন যা তারা কিচ্ছুক্ষন আগে প্রত্যাহার করেছেন চিকিৎসাধীন রোগীদের সমস্যার কথা ভেবে।কিন্তু এর কারনে ইতিমধ্যেই বহু রোগিকে ভোগান্তি পোহাতে হয়েছে।তো আজকের এই খবরটাকে ধামা চাপা দেওয়ার জন্যেই কি দুমাস আগের আগ্রার এক বেসরকারি হাসপাতালে রোগি মৃত্যুর ঘটনাকে সম্প্রচার করতে হচ্ছে!!!!??? সাবাস একেই বলে অত্যাধুনিক উচ্চ মার্গের সাংবাদিকতা!!! চালিয়ে যান।
★Written by
G.C Mandal, Advocate

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.