কয়লা কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রকে ধরতে বিদেশ মন্ত্রকের দ্বারস্থ সিবিআই। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না দীর্ঘদিন ধরেই। তারপরই সিবিআই খবর পেয়েছে, প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে লুকিয়ে রয়েছে বিনয়। গত বছর ডিসেম্বর মাসে বিনয়কে দুবাইতে পাওয়া গিয়েছিল। সম্প্রতি, প্রতিটি দেশ ঘুরে ঘুরে গা ঢাকা দিচ্ছে বিনয় মিশ্র।
উল্লেখ্য, কয়লা কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের ঠিকানা নিশ্চিত ও প্রত্যর্পণের জন্য বিদেশমন্ত্রকের কাছে সাহায্য চেয়েছেন সিবিআই। বিদেশ মন্ত্রক সাহায্য করলে ভানুয়াতুতে সিবিআই একটি দলও পাঠাতে পারে বলে জানা গিয়েছে। কিন্তু এই জন্য নয়াদিল্লি ও পোর্ট ভিলার মধ্যে কূটনৈতিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটারই দায়িত্ব নেবে বিদেশমন্ত্রক।
সম্প্রতি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারি ঘটনায় অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোকসিও যেভাবে অ্যান্টিগুয়ার নাগরিকত্ব নিয়ে বহাল তবিয়তে ছিলেন, সেভাবেই গা ঢাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিনয় মিশ্র বলে দাবি সিবিআইয়ের। পাশাপাশি কলকাতায় বিনয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। সুধুবটাই নয়, এমনকি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের দ্বারস্থ হয় তদন্ত এজেন্সি। তাদের সেই আবেদন মঞ্জুর করে বিনয় মিশ্রর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করা হয়েছে। সিবিআই জানিয়েছেন, অন্য দেশের নাগরিকত্বের প্রমাণপত্র ব্যবহার করে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে বেড়াচ্ছেন বিনয় মিশ্র।
কয়লা কাণ্ডের চার্জশিট নিয়ে ব্যাকুল রয়েছে রাজ্য রাজনীতি। অন্যদিকে, অনুপ মাঝি হরফে লালাকে একাধিকবার জেরা করেছে সিবিআই। বিনয় মিশ্র-এর আত্মীয় বাঁকুড়া থানার প্রাক্তন আইসি অশোক মিশ্র রয়েছে সিবিআই হেফাজতে।