বাজ পড়ে পশ্চিমবঙ্গের তিন জেলায় ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে – মুর্শিদাবাদের ৯ জন, হুগলির ৯ জন এবং পশ্চিম মেদিনীপুরের দুই জন। হুগলি জেলায় মৃতদের মধ্যে অধিকাংশই মাঠে চাষের কাজ করছিলেন। সেই সময় বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে দু- লক্ষ টাকা ক্ষতিপূরণ দানের অনুমোদন দিয়েছেন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।
সোমবার রাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইটে এ খবর জানানো হয়।
এর আগে প্রধানমন্ত্রী টুইটে জানিয়েছিলেন, “পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।“
এদিকে পূর্বাভাসমতোই কলকাতায় নামে বৃষ্টি। ফিরল স্বস্তি। গত কয়েকদিনের তীব্র গরমের পর আজ প্রাক-বর্ষার বৃষ্টি নামল শহরে।
2021-06-08