কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অভিযান কর্মসূচি নিতে চলেছে বিজেপি৷ বিজেপি যুবমোর্চা আগামী ২ বা ৩ জুলাই এই কর্মসূচি নিতে চলেছে৷ তবে এই বিষয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতামতের অপেক্ষা রয়েছে বিজেপি নেতৃত্ব৷

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানের মূল কর্মসূচি বর্তমানে প্রসঙ্গিক ইস্যু কাটমানি বিষয়ে৷ রাজ্যের সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সারা রাজ্যজুড়ে কাটমানির বিরুদ্ধে আন্দোলন হবে৷ তবে বিজেপি মনে করছে, ৭৫ শতাংশ কাটমানি তো কালীঘাটে-ই রয়েছে৷ অতএব মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান হবে৷

বিজেপি যুব মোর্চা এই অভিযানের মূল উদ্যোক্তা৷ যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার বলেন, ‘‘আমরা হাজরায় জমায়েত করব৷ দেখি অনুমতি পাই কিনা৷ এরপর মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোব৷’’ গতবছর, বিজেপি এর আগে হাজরায় বেশ কয়েকবার রাজনৈতিক কর্মসূচি করেছে৷ কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিকে দুধ-স্নান করাতে গিয়েছিলেন কিছু বিজেপি নেতা৷ সেখানে বেশ হামলা হয়৷ ধুন্ধুমার কাণ্ড ঘটে৷ কিন্তু সাম্প্রতিককালে, বিজেপির কোনও কর্মসূচিই মুখ্যমন্ত্রীর বাড়ি মুখো ছিল না৷

কাটমানি নিয়ে জেলার বিভিন্ন জায়গায় ভুক্তভোদীদের মনে সাহস যোগানোর কাজ শুরু করেছে বিজেপি৷ বিজেপি যুবমোর্চা ভুক্তভোগীদের আইনি সাহায্যও দিতে চায়৷ ইতিমধ্যে রাজ্য বিজেপির সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ কাটমানির বিষয়টি সংসদে তুলেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.