কাঠফাটা গরম থেকে অবশেষে মুক্তি। অবশেষে বঙ্গে এল বর্ষা (Monsoon)। নির্ধারিত দিনে একদিন আগেই বাংলায় (West Bengal) ঢুকে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। রবিবার উত্তরবঙ্গে (North Bengal) বর্ষার প্রবেশ ঘটেছে। আর মাত্র দিন পাঁচেকের অপেক্ষা। তারপর স্বস্তির বৃষ্টিতে ভিজবে কল্লোলিনী তিলোত্তমাও (Kolkata)।
রবিবার উত্তরবঙ্গের ৬টি জেলায় বর্ষা ঢুকেছে বলে জানিয়েছে মৌসম ভবন। নিয়ম মতো আর ৫ দিন পরে দক্ষিণবঙ্গে তার আগমন ঘটবে। তবে বর্ষার পদক্ষেপের শব্দ ইতিমধ্য়েই পৌঁছে গিয়েছে কলকাতা সহ শহরতলিতে। রবিবার বিকেলেই মহানগরে একপ্রস্থ বৃষ্টি হয়ে গিয়েছে। বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। উত্তরবঙ্গে বর্ষা আসার কারণেই এই বৃষ্টিপাত। স্বস্তির বৃষ্টিতে কয়েকদিনের হাসফাঁস গরম থেকে সাময়িকভাবে রেহাই পেয়েছে শহরবাসী। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় রবিবার বিকেল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। কোথাও কোথাও বয় ঝোড়ো হাওয়াও। সোমবার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। বিকেলের দিকে কোথাও কোথাও হতে পারে বৃষ্টি।
নিয়ম মাফিক উত্তরবঙ্গে বর্ষা আসার দিন ৭ জুন। এবছর তার আগেই রাজ্যে এল বর্ষা। এরপর তা ক্রমশ দক্ষিণবঙ্গের দিকে এগোবে। এছাড়া ১১ জুন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেটিও রাজ্যে বর্ষার পথ প্রশস্ত করবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর্দ্রতা থাকবে ২৯ থেকে ৮৭ শতাংশের মধ্য়ে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ২.১ মিলিমিটার।
তবে শুধু যে বাংলায় বর্ষার অনুপ্রবেশ ঘটেছে, তা নয়। উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে বর্ষা এসেছে। রবিবার মধ্য আরব সাগরের বেশ কয়েকটি অঞ্চলেও প্রবেশ ঘটেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর। ফলে কর্নাটক, মহারাষ্ট্র, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতেও বর্ষা এসেছে। যদিও এই রাজ্যগুলির সর্বত্র বর্ষা আসতে এখনও কয়েকদিন সময় লাগবে।