প্রথম ইনিংসে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রণজিৎ সিংহজির নজির ভেঙেছিলেন ডেভন কনওয়ে। দ্বিতীয় ইনিংসে আরও একটি নজির ভেঙে দিলেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। অভিষেক টেস্টে ওপেনার হিসেবে সর্বাধিক রান করার নজির গড়লেন তিনি। ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকার কেপলার ওয়েসেলসের বিশ্বরেকর্ড।
প্রথম ইনিংসে ২০০ রান করে আউট হয়েছিলেন কনওয়ে। দ্বিতীয় ইনিংসে ২৩ রান করেন। দু’ইনিংস মিলিয়ে ২২৩ রান করেছেন তিনি।। ১৯৮২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই দু’ইনিংস মিলিয়ে ২১৮ রান করেছিলেন ওয়েসেলস। প্রথম ইনিংসে ১৬২ এবং দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করেন।
অভিষেক টেস্টে রান সংখ্যার বিচারে পঞ্চম স্থানে রয়েছেন কনওয়ে। শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রো। তিনি ১৯৭২-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৭২ রান করেছিলেন। নিউজিল্যান্ডের হয়েও অভিষেক টেস্টে সর্বাধিক রান করেছেন কনওয়ে। ভেঙেছেন ম্যাথু সিনক্লেয়ারের নজির। ১৯৯৯-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে ২১৪ রান করেছিলেন সিনক্লেয়ার।