ক্ষমতায় বসেই মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা রাজ্যের পুলিশ প্রশাসনকে কড়া হাতে মাদক কারবার ও পাচার রোধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। যেমন নির্দেশ তেমন কাজ। গত প্রায় কুড়ি দিন থেকে অসমের প্রতিটি জেলায় পুলিশের সাঁড়াশি অভিযানে কোটি কোটি টাকার নেশাদ্রব্য উদ্ধার হচ্ছে। সেই সঙ্গে মাদক পাচারের অভিযোগে বহুজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে সংশ্লিষ্ট থানাগুলিতে।
আজ কামরূপের পুলিশ সুপার এই খবর দিয়ে জানান, কামরূপের ডিএসপি কল্যাণ পাঠক এবং পলাশবাড়ি থানার ওসি সত্যেন্দ্ৰ সিং হাজারির নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে প্রায় ৩.৫ কোটি ড্ৰাগস এবং অন্য নেশাদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে আটক করা হয়েছে দুই মহিলা নেশাদ্রব্য পাচারকারীকে।
পুলিশ সুপারের খবর, অসম-মেঘালয় সীমান্তবর্তী মাইঘুলি এলাকায় অভিযান চালিয়ে পলাশবাড়ি এবং কামরূপ পুলিশ দুই মহিলার হেফাজত থেকে ৯৬ হাজার ৩৫০টি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। ট্যাবলেটগুলির বাজারমূল্য প্ৰায় দেড় কোটি টাকা। এছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে ২ কেজি ব্ৰাউন সুগার। এগুলির বাজারমূল্য প্ৰায় ২ কোটি টাকা। সব মিলিয়ে মোট প্ৰায় ৩ কোটি ৫০ লক্ষ টাকার নেশাদ্রব্য আজ বাজেয়াপ্ত করা হয়েছে। কেবল তা-ই নয়, তাদের হেফাজত থেকে নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিকে তদন্তের স্বার্থে ধৃত মহিলার পরিচয় জানাতে অপারগতার কথা জানিয়েছেন তিনি।
2021-06-06